PHOTOS

Dev-Subhashree: 'আমি তো ব্লক করিনি...কে ইনস্টা ব্লক করেছিল আমাকে', দেবের দিকে তির্যক দৃষ্টিতে শুভশ্রী...

Dhumketu: দেব এবং শুভশ্রী শেষ কাজ করেছিলেন ‘ধুমকেতু’ ছবিতে। এরপর আর একসঙ্গে দেখা যায়নি তাঁদের। এদিন একমঞ্চে তারা। দেব তো পরিস্থিতি সহজ করতে পটু। কিন্তু শুভশ্রী...

Advertisement
1/7
দেব-শুভশ্রী ধুমকেতু
দেব-শুভশ্রী ধুমকেতু

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ধুমকেতুর ট্রেলার লঞ্চ ইভেন্টের জন্য মুখিয়ে ছিল দর্শকরা। কারণ অনেকগুলো। দেব-শুভশ্রীর একমঞ্চ ভাগ করে নেওয়া, ১০ বছর পর একে অপরের সঙ্গে দেখা হওয়া, তার থেকেও বড় এতদিনের অপেক্ষার পর ধুমকেতু রিলিজ। 

2/7
দেব-শুভশ্রী ধুমকেতু
দেব-শুভশ্রী ধুমকেতু

দেব-শুভশ্রী একমঞ্চে অথচ কনটেন্ট তৈরি হবে না তাও কী হয়! একের পর এক চমকপ্রদ ঘটনা সামনে এল। একসঙ্গে দেখা দিলেও, হাত ধরে নাচলেও দূরত্ব বজায় ছিল। 

3/7
দেব-শুভশ্রী ধুমকেতু
দেব-শুভশ্রী ধুমকেতু

এদিকে দেব তো পরিস্থিতি সহজ করতে পটু। বারাবর তার উদাহরণও রাখলেন। কিন্তু কম যাননি লেডি সুপারস্টারও। অন্তত সমাজমাধ্যমে (পড়ুন ইনস্টাগ্রামে) একে অপরকে ফলো আনফলোর রহস্যে পর্দা সরালেন শুভশ্রীই। 

4/7
দেব-শুভশ্রী ধুমকেতু
দেব-শুভশ্রী ধুমকেতু

দেব এবং শুভশ্রীকে যখন প্রশ্ন করেন, তাঁরা একে অপরকে কবে ফলো করবেন? এই প্রশ্নের উত্তরে শুভশ্রী বলেন, কে আগে ব্লক করেছিল? এই কথার উত্তরে চুপ করে যান দেব।

5/7
দেব-শুভশ্রী ধুমকেতু
দেব-শুভশ্রী ধুমকেতু

দেব বলেন, ব্লক আনব্লক পর্ব মিটিয়ে.... কথা শেষ না হতেই শুভশ্রী দেবের দিকে খোঁচা দিয়ে বলেই ফেলেন, 'কে ব্লক করে আমাকে, আমি তো ব্লক করিনি?' বলেই দেবের দিকে তাকাতে দেব মুচকি হাসে। 

6/7
দেব-শুভশ্রী ধুমকেতু
দেব-শুভশ্রী ধুমকেতু

এমনকি মঞ্চেই শুভশ্রী নিজের ফোন বের থেকে দেবকে ফলো করেন। দেবও নিজের ফোনে শুভশ্রীকে ফলো করেন। এমন একটি ঘটনা বোধহয় প্রথম ঘটল কোনও মঞ্চে। 

7/7
দেব-শুভশ্রী ধুমকেতু
দেব-শুভশ্রী ধুমকেতু

দুই বড় মাপের তারকা একে অপরের সমস্ত ভুল-বোঝাবুঝি সরিয়ে রেখে একে অপরকে ফলো করেন সমাজ মাধ্যমের পাতায়।





Read More