Dia Mirza:বলিউডের বেশ কয়েকটি নারীকেন্দ্রিক ফিল্মে কাজ করেছেন তিনি। সম্প্রতি তাপসী পান্নুর প্রযোজনায় ‘ধকধক’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন এই অভিনেত্রী। তাঁর সঙ্গে থাকছেন আরও তিন জন তাবড় নায়িকা। তবে, ফিল্মের ছবি শেয়ার করে দর্শকদের অবাক করে দেন দিয়া মির্জা। কী ভাবে? জেনে নিন...
চার মেয়ের বাইকে করে ঘুরতে বেরিয়ে পড়ার গল্প ‘ধকধক’। দিয়া মির্জার সঙ্গে লিড রোলে থাকছেন রত্না পাঠক শাহ, ফতিমা সানা শেখ, সঞ্জনা সঙ্ঘি। এই তিন নায়িকার সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও কেমন, সে কথাও জানিয়েছেন দিয়া।
ছবিতে টপ এবং শর্টসে বাইকে বসে আছেন ফতিমা। অন্যদিকে রত্না পরে আছেন সালোয়ার-স্যুট। একইসঙ্গে ডেনিম পোশাকে বাইকে পোজ দিচ্ছেন সঞ্জনা। অপরদিকে আবার হিজাব পরে বাইক চালানোর জন্য প্রস্তুত দিয়া মির্জা।
দিল্লির ৫০ ডিগ্রিতে শ্যুটিং শুরু করা হয় ফিল্মের। দিয়া জানিয়েছেন যে, তাঁর পক্ষে এটা সত্যিই কঠিন ছিল। তিনি বললেন, 'এটা সত্যিই কঠিন ছিল। বিশেষ করে আমার জন্য, কারণ আমায় বোরখা এবং হিজাব পরে বাইক চালাতে হয়েছে।'
দিয়া জানালেন, 'তাপসীকে চোখ বুজে বিশ্বাস করা যায়।'
দিয়া জানিয়েছেন তাপসীর পাশাপাশি প্রযোজনার কাজ দারুণ সামলাচ্ছে প্রাঞ্জল খান্দদিয়াও।
একজন নারী হিসাবে দিয়া জানিয়েছেন, 'আমি কখনও ভাবিনি চল্লিশ পেরিয়ে এমন ভালো একটি ছবিতে কাজ করার সুযোগ পাব আমি।'
সব মিলিয়ে, বড় পর্দায় এই ছবি দেখার অপেক্ষা ধরে রাখতে পারছে না দর্শক মহল।