PHOTOS

Digha Jagannath Temple: গুনতে ঘণ্টার পর ঘণ্টা! দীঘা জগন্নাথমন্দিরে প্রণামীর পরিমাণ দেখলে চোখ কপালে উঠবে! মাত্র ১৫ দিনে...

Digha Jagannath Mandir Pranami: দীঘায় বিশাল ঘটনা ঘটে গেল কিছু দিন আগে। অক্ষয় তৃতীয়ায় জগন্নাথধামের উদ্বোধন এবং জগন্নাথদেবের প্রাণপ্রতিষ্ঠা হল। তারপর থেকেই বারবার খবরের শিরোনামে থেকেছে দীঘার এই নতুন মন্দির!

Advertisement
1/7
ফের শিরোনামে
ফের শিরোনামে

নতুন করে ফের খবরের শিরোনামে উঠে এল দীঘার জগন্নাথমন্দির। কেন জানেন? 

2/7
বিপুল প্রণামী
বিপুল প্রণামী

প্রণামীর পরিমাণের কারণে। এই কদিনেই দীঘার জগন্নাথ মন্দিরে বিপুল টাকা জমা পড়েছে।  

3/7
১৫-য়ে ৯
১৫-য়ে ৯

কত? ১৫ দিনে প্রণামীর পরিমাণ ৯ লক্ষ টাকা ছাড়াল! 

4/7
৩০ এপ্রিল থেকে
৩০ এপ্রিল থেকে

গত ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিনে দীঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন বিকেল থেকেই জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় মন্দিরদ্বার। তার পর থেকে প্রতিদিনই বিপুল ভিড় হচ্ছে এই মন্দিরে।

5/7
ভাবা যায়!
ভাবা যায়!

প্রসঙ্গত জানা গিয়েছে, প্রথম চারদিনেই দীঘার জগন্নাথমন্দিরে দর্শনার্থীর সংখ্যা ছাড়াল ১০ লক্ষ। আর ১৫ দিনে প্রণামীর পরিমাণ ছাড়াল ৯ লক্ষ টাকা। ভাবা যায়!

6/7
অঙ্কটা বাড়বে
অঙ্কটা বাড়বে

জানা গিয়েছে, প্রতি মঙ্গলবার প্রণামীর বাক্সের অর্থ গোনা হচ্ছে। গত মঙ্গলবার পর্যন্ত ওই অর্থের পরিমাণ ছিল ৯ লক্ষ টাকার কিছু বেশি। এরপর আরও কিছুদিন হয়ে গেল। এখনও টাকা পড়ছে। সামনের মঙ্গলবারে অঙ্কটা নির্ঘাত আরও বাড়বে। 

7/7
আরও বাক্স
আরও বাক্স

মন্দির কর্তৃপক্ষের বক্তব্য থেকে জানা গিয়েছে, ভিড়ের জন্য হাজার হাজার মানুষ প্রণামীবাক্সের সামনেই পৌঁছতে পারছেন না। তাই আরও ১০টি  প্রণামীবাক্স তৈরি করতে দেওয়া হয়েছে। স্টেনলেস স্টিল দিয়ে তৈরি হবে বাক্সগুলি। বাক্সগুলি রাখা হবে মন্দিরের বিভিন্ন অংশে। যাতে সকলেই প্রণামী দিতে পারেন।





Read More