PHOTOS

Dilip Ghosh: অবশেষে পরিষ্কার হয়ে গেল, ২১ জুলাইয়ে 'শহিদ স্মরণ' মঞ্চেই থাকছেন দিলীপ ঘোষ! তবে...

Dilip Ghosh 21 July Updates: সব জল্পনার শেষ! দিলীপ ঘোষ শহিদ স্মরণেই থাকছেন। কোন সভায়? সেটাই লাখ টাকার প্রশ্ন।

Advertisement
1/7
২১ জুলাই
২১ জুলাই

কমলাক্ষ ভট্টাচার্য: উত্তরবঙ্গে ২১ জুলাই বিজেপির কর্মসূচি হলে, দক্ষিণবঙ্গেও হবে। কে বলেছেন? স্বয়ং দিলীপ ঘোষ। 

2/7
কোন মঞ্চে দিলীপ
কোন মঞ্চে দিলীপ

কী বলছেন দিলীপ ২১ জুলাইয়ের সভা নিয়ে? ২১ জুলাই কোন মঞ্চে থাকছেন দিলীপ ঘোষ? 

3/7
জল্পনা
জল্পনা

এ নিয়ে ছিল নানা জল্পনা। এখনও আছে। তবে, এবার সামনে এল প্রকৃত তথ্য। 

4/7
গিরি ময়দান রেলস্টেশনে
গিরি ময়দান রেলস্টেশনে

জানা গিয়েছে, আগামী ২১ জুলাই খড়গপুর টাউনে গিরি ময়দান রেল স্টেশন চত্বরে পাল্টা সভা হবে দিলীপেরই নেতৃত্বে। 

5/7
শহিদ শ্রদ্ধাঞ্জলি সভা
শহিদ শ্রদ্ধাঞ্জলি সভা

কীসের সভা? বিজেপি'র খুন হওয়া কর্মীদের স্মরণে 'শহিদ শ্রদ্ধাঞ্জলি সভা' হতে চলেছে এটি। অনুষ্ঠিত হবে ওই দিন বেলা তিনটেয়। 

6/7
ধর্মতলার মঞ্চে
ধর্মতলার মঞ্চে

ইদানীং কালে তাঁর কাছে বারবার প্রশ্ন ছিল-- ২১ তারিখে (২১ জুলাইয়ে) তাঁকে কি ধর্মতলার মঞ্চে দেখা যাবে? প্রশ্ন শুনে দিলীপ ঘোষ বলেছিলেন, 'কোনো না কোনো মঞ্চে তো আমাকে দেখা যাবেই। আসুক না ২১ তারিখ। রাজনীতি জল্পনায় চলে। দেখা যাক না, কী হয়। মানুষ কী জানতে চায়, সেটাই আসল। জল্পনা দিয়েই অনেকের রাজনীতি হয়।' 

7/7
২১ তারিখের পরে আর প্রশ্ন নয়
২১ তারিখের পরে আর প্রশ্ন নয়

প্রশ্ন উঠছিল, ২১ তারিখের পর আর এই প্রশ্ন তাঁকে করতে হবে না? উত্তরে দিলীপ খুব তাৎপর্যপূর্ণ ভাবেই বলেছিলেন-- ২১ জুলাইয়ের পর আর কোনো প্রশ্ন থাকবে না, সব প্রশ্নের সমাধান হয়ে যাবে। বোঝাই যাচ্ছে, মন্দ কিছু বলেননি!





Read More