Dilip ghosh Marriage: গত শুক্রবার সাত পাকে বাঁধা পড়েছেন দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদার। বাড়িতেই পরিবারের উপস্থিতিতে বিয়ে করেন তাঁরা। তাঁদের বিয়ে নিয়ে কম চর্চা হয়নি। নতুন জীবন শুরু করে দক্ষিণেশ্বর মন্দিরে নব-দম্পতি।
বরুণ সেনগুপ্ত: নতুন জীবন শুরু করে দক্ষিণেশ্বর মন্দিরে নব-দম্পতি। কথা হচ্ছে বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের।
মঙ্গলের সকালে দক্ষিণেশ্বরে ভবতারিণীর কাছে পুজো দিলেন সস্ত্রীক দিলীপ ঘোষ।
এদিন দিলীপ ঘোষ তাঁর ঘরনী রিঙ্কু মজুমদারের সঙ্গে মন্দিরে আসেন।
প্রথমেই মায়ের পুজো সারেন তাঁরা। এরপর মন্দিরের ভিতরে শিব মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, ঠাকুরের ঘর ঘুরে দেখেন তাঁরা।
এরপরেই সোজাসুজি পৌছেন যান গঙ্গার ঘাটে। সেখানে তাঁরা গঙ্গা জল নিয়ে সারদা মায়ের মন্দিরে পৌঁছান। সেখানেও প্রার্থনা সেরে মন্দিরে ছেড়ে চলে যান তাঁরা।
তবে যাওয়ার আগে তারা জানান, পশ্চিমবঙ্গের জন্য তাঁরা প্রার্থনা কামনা করেছেন।
চাকরিহারা থেকে মুর্শিদাবাদের জন্য প্রার্থনা করেন বলে জানান দিলীপ ঘোষ। পশ্চিমবঙ্গ থেকে যাতে অশুভ শক্তি দূরে সরে যায় তার জন্যও প্রার্থনা করেন তাঁরা।
গত শুক্রবার সাত পাকে বাঁধা পড়েছেন দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদার। বাড়িতেই পরিবারের উপস্থিতিতে বিয়ে করেন তাঁরা। তাঁদের বিয়ে নিয়ে কম চর্চা হয়নি।