PHOTOS

Dilip Ghosh on Mahua Moitra marriage: 'বেশি বয়সে বিয়ে করলেই নানা কথা হয়! উনি ঠিকই করেছেন, সুখে থাকুন', মহুয়াকে শুভেচ্ছা দিলীপের...

Mahua Moitra Marriage: বিয়ে করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। দুপুরে আচমকা এই খবর প্রকাশ্যে আসতেই তা ভুয়ো বলে উড়িয়ে দিয়েছিলেন, সন্ধেতে নিজেই শেয়ার করলেন বিয়ের ছবি। রাজনৈতির দ্বন্দ্ব থাকলেও মহুয়াকে বিয়ের শুভেচ্ছা জানালেন দিলীপ ঘোষ। 

Advertisement
1/6
মহুয়াকে শুভেচ্ছা দিলীপের
মহুয়াকে শুভেচ্ছা দিলীপের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বৃহস্পতিবার আচমকাই এল সুসংবাদ। বিয়ে করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। দুপুরে আচমকা এই খবর প্রকাশ্যে আসতেই তা ভুয়ো বলে উড়িয়ে দিয়েছিলেন, সন্ধেতে নিজেই শেয়ার করলেন বিয়ের ছবি। 

 

2/6
মহুয়াকে শুভেচ্ছা দিলীপের
মহুয়াকে শুভেচ্ছা দিলীপের

গত ৩০ মে, বার্লিনের প্রাসাদে বিয়ে করেছে ন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বিয়ের ছবি প্রকাশ্যে আসার আগে কাকপক্ষীতেও টের পায়নি বিয়ের খবরের। পুরীর প্রাক্তন সাংসদ পিনাকী মিশ্রকে বিয়ে করলেন মহুয়া। 

 

3/6
মহুয়াকে শুভেচ্ছা দিলীপের
মহুয়াকে শুভেচ্ছা দিলীপের

গত কয়েক বছর ধরে দুজনের মধ্যে বন্ধুত্ব ছিল, এবং তাঁদের ঘনিষ্ঠরা জানত যে এই সম্পর্ক বিয়েতে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। বর-কনের ঘনিষ্ঠমহলের দাবি, সবার থেকে আড়ালে একান্তে বিয়ে করার ইচ্ছা থেকেই তাঁরা বেছে নিয়েছেন বার্লিনকে। ৬৫-এর পিনাকী, ৫১-র মহুয়া, দুজনেরই  এটি দ্বিতীয় বিবাহ। 

 

4/6
মহুয়াকে শুভেচ্ছা দিলীপের
মহুয়াকে শুভেচ্ছা দিলীপের

মহুয়া মৈত্রকে শুভেচ্ছা জানিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। রাজনীতিতে তাঁদের নীতি আলাদা হলেও এদিন দিলীপ বলেন, ‘আমি ওঁদের শুভেচ্ছা জানাই। নতুন জীবন সুখের হোক।’ 

 

5/6
মহুয়াকে শুভেচ্ছা দিলীপের
মহুয়াকে শুভেচ্ছা দিলীপের

৬০-এ বিয়ে করে সমালোচনার শিকার হয়েছিলেন দিলীপ। সেই সমালোচনা উড়িয়ে তিনি বলেন, ‘যে বয়সে বিয়ে হওয়া স্বাভাবিক বলে মনে হয় তখন না করলে অনেকের একটু খটকা লাগতে পারে। কিন্তু তা অপরাধ নয়। দু’জনের সম্মতিতে বিয়ে হয়েছে। ওঁরা সুখী হন।’

 

6/6
মহুয়াকে শুভেচ্ছা দিলীপের
মহুয়াকে শুভেচ্ছা দিলীপের

স্বামীর সুরেই রিঙ্কুও শুভেচ্ছা জানিয়েছেন মহুয়া মৈত্রকে। তিনি বলেন, ‘আমি খুবই খুশি যে তিনি সোলমেট পেয়েছেন। বিয়ের কোনও সঠিক বয়স হয় না। যে বয়সে সোলমেট (হৃদয়সঙ্গী) কেউ খুঁজে পান, সেটাই তাঁর বিয়ের সঠিক বয়স।’





Read More