PHOTOS

প্রাক্তন স্বামী রাহুল মহাজনের তৃতীয় বিয়ে নিয়ে কি খুশি নন ডিম্পি গঙ্গোপাধ্যায়?

Advertisement
1/7
pic8
pic8

২০০৬ সালে প্রমোদ মহাজনের মৃত্যুর আগে শ্বেতা সিং নামে এক বিমানচালককে বিয়ে করেন রাহুল মহাজন 

2/7
pic7
pic7

প্রথম স্ত্রী শ্বেতা সিং-এর সঙ্গে বিচ্ছেদের পর কলকাতার মেয়ে ডিম্পি গঙ্গোপাধ্যায়ের গলায় মালা দিয়ে তাঁকে বিয়ে করেন রাহুল 

3/7
pic5
pic5

একটি রিয়েলিটি শো-এর মঞ্চ থেকেই কলকাতার মডেল-কন্যা ডিম্পি গঙ্গোপাধ্যায়কে বিয়ে করেন রাহুল মহাজন 

4/7
pic4
pic4

তৃতীয়বার বিয়ের পর রাহুল মহাজনের চারিত্রিক গঠনের বদল হবে বলেও আশা প্রকাশ করেন কলকাতার মেয়ে ডিম্পি 

5/7
pic3
pic3

রাহুলের অমানবিক ব্যবহার এবং অত্যাচারে অসহ্য হয়ে তাঁকে ছেড়ে বেরিয়ে এসেছিলেন বলেও মন্তব্য করেন ডিম্পি 

6/7
pic2
pic2

বিয়ের মত প্রতিষ্ঠানের উপর থেকে রাহুল মহাজনের আস্থা চলে যায়নি, এটাই অনেক বলেও মন্তব্য করেন ডিম্পি 

7/7
pic1
pic1

রাহুল মহাজনকে শুভেচ্ছা জানান ডিম্পি 





Read More