Sikkim Landslide: ফের বিপর্যয় সিকিমে। লাচেনে এখনও যোগাযোগ বিচ্ছিন্ন। সেখানে এখনও আটকে ১১৩ জন পর্যটক।
পিয়ালি মিত্র: লাচেনে এখনও যোগাযোগ বিচ্ছিন্ন। পায়ে হেঁটে উদ্বার কাজে যাওয়ার চেষ্টা করেছে সেনাবাহিনী।
সেখানে এখনও আটকে ১১৩ জন পর্যটক। ৩ জুন ৩০ জনকে হেলিকপ্টার সাহায্যে উদ্বার করা হয়েছে।
অন্যদিক নর্থ সিকিমে মিলিটারি ক্যাম্পে ধসের জেরে মৃত্যু হয় তিনজনের। এখনও নিখোঁজ ৬ জন সেনাবাহিনীর কর্মী আধিকারিক।
তার মধ্যে রয়েছেন একজন লেফটেন্যান্ট কর্নেল ও তাঁর স্ত্রী, (তিনি অবসরপ্রাপ্ত স্কয়ার্ড্রন লিডার ) , তাঁদের মেয়ে । এছাড়া একজন সুবেদার, একজন নায়েক ও একজন সেপাই নিখোঁজ। ১ জুন ধস নামে এই সেনা ক্যাম্পে।
সেনাবাহিনী বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত দল ও ইঞ্জিনিয়ারিং যন্ত্রপাতি মোতায়েন করেছে। তবে প্রচণ্ড খারাপ আবহাওয়া, দুর্বল মাটি ও উচ্চ পার্বত্য পরিবেশের কারণে উদ্ধার কাজ অনেকটাই কঠিন হয়ে পড়েছে।