District Kolkata Heavy Rain Photos: জেলা-কলকাতার বৃষ্টি ছবি... কোথাও চারদিক 'সাদা'! কোথাও সকালেই নামল 'সন্ধ্যা'...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বুধের সন্ধ্যার পর থেকেই রাজ্যে প্রায় সব জেলায় প্রতিদিনই বৃষ্টি হবে। কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, এমনই পূর্বাভাস ছিল।
কারণ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলঙ্গানা পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে । যার প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে। আর এরফলেই আগামী রবিবার পর্যন্ত রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থেকে শিলাবৃষ্টি এবং দমকা ঝড়ের পূর্বাভাস রয়েছে।
আর সেই পূর্বাভাস সত্যি করেই বৃহস্পতিবার বেলা গড়াতেই নেমে এল 'সন্ধে'! চারদিক গাঢ় অন্ধকার করে সকাল ১১টাতেই নামল নিকষ কালো 'সন্ধ্যা'
জ্বলে উঠল রাস্তার সব স্ট্রিটলাইট। চারদিকে 'ঘুটঘুটে অন্ধকার' যেন! কিছু-ই দেখা যাচ্ছে না! দোকানে দোকানে জ্বলে উঠল আলো!
রাস্তায় গাড়িকেও ছুটতে দেখা গেল হেডলাইট জ্বালিয়ে। তারপরই শুরু হয় বজ্রবিদ্যুৎসহ প্রবল ঝড়-বৃষ্টি। এমনই ছবি ধরা পড়েছে হুগলিতে।
হুগলির সিঙ্গুর, হরিপাল, তারকেশ্বর, পান্ডুয়া, চুঁচুড়া, চন্দননগর সহ বিস্তীর্ণ এলাকায়। আকাশ কালো মেঘে ঢেকে সকাল ১১টা বাজতেই যেন 'সন্ধ্যা' নেমে এল জেলাজুড়ে।
শুধু হুগলি জেলা নয়, শহর কলকাতাতেও বৃষ্টির ছবিটা অনেকটা এ্ররকম-ই।
ঘড়ির কাঁটা তখন বেলা ১২টা ছুঁই ছুঁই। চারদিক 'সাদা' হয়ে গেল তুমুল বৃষ্টিতে।