PHOTOS

District Weather Latest Updates | Kolkata Weather Today | Heavy Rain: ভরবেলাতেই নামল নিকষ কালো 'সন্ধ্যা'! জ্বলে উঠল হেডলাইট, স্ট্রিট লাইট, সাইনের নিয়ন আলোও...

District Kolkata Heavy Rain Photos: জেলা-কলকাতার বৃষ্টি ছবি... কোথাও চারদিক 'সাদা'! কোথাও সকালেই নামল 'সন্ধ্যা'...

Advertisement
1/8
জেলার বৃষ্টি-ছবি!
জেলার বৃষ্টি-ছবি!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বুধের সন্ধ্যার পর থেকেই রাজ্যে প্রায় সব জেলায় প্রতিদিনই বৃষ্টি হবে। কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, এমনই পূর্বাভাস ছিল। 

 

2/8
জেলার বৃষ্টি-ছবি!
জেলার বৃষ্টি-ছবি!

কারণ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলঙ্গানা পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে । যার প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে। আর এরফলেই আগামী রবিবার পর্যন্ত রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থেকে শিলাবৃষ্টি এবং দমকা ঝড়ের পূর্বাভাস রয়েছে।

 

3/8
জেলার বৃষ্টি-ছবি!
জেলার বৃষ্টি-ছবি!

আর সেই পূর্বাভাস সত্যি করেই বৃহস্পতিবার বেলা গড়াতেই নেমে এল 'সন্ধে'! চারদিক গাঢ় অন্ধকার করে সকাল ১১টাতেই নামল নিকষ কালো 'সন্ধ্যা'

 

4/8
জেলার বৃষ্টি-ছবি!
জেলার বৃষ্টি-ছবি!

জ্বলে উঠল রাস্তার সব স্ট্রিটলাইট। চারদিকে 'ঘুটঘুটে অন্ধকার' যেন! কিছু-ই দেখা যাচ্ছে না! দোকানে দোকানে জ্বলে উঠল আলো! 

 

5/8
জেলার বৃষ্টি-ছবি!
জেলার বৃষ্টি-ছবি!

রাস্তায় গাড়িকেও ছুটতে দেখা গেল হেডলাইট জ্বালিয়ে। তারপরই শুরু হয় বজ্রবিদ্যুৎসহ প্রবল ঝড়-বৃষ্টি। এমনই ছবি ধরা পড়েছে হুগলিতে।

 

6/8
জেলার বৃষ্টি-ছবি!
জেলার বৃষ্টি-ছবি!

হুগলির সিঙ্গুর, হরিপাল, তারকেশ্বর, পান্ডুয়া, চুঁচুড়া, চন্দননগর সহ বিস্তীর্ণ এলাকায়। আকাশ কালো মেঘে ঢেকে সকাল ১১টা বাজতেই যেন 'সন্ধ্যা' নেমে এল জেলাজুড়ে। 

7/8
কলকাতার বৃষ্টি-ছবি!
কলকাতার বৃষ্টি-ছবি!

শুধু হুগলি জেলা নয়, শহর কলকাতাতেও বৃষ্টির ছবিটা অনেকটা এ্ররকম-ই। 

8/8
কলকাতার বৃষ্টি-ছবি!
কলকাতার বৃষ্টি-ছবি!

ঘড়ির কাঁটা তখন বেলা ১২টা ছুঁই ছুঁই। চারদিক 'সাদা' হয়ে গেল তুমুল বৃষ্টিতে।  





Read More