PHOTOS

অল্প পুঁজিতেই ভারতীয় রেলের সঙ্গে ব্যবসা করুন, লাখ টাকা আয়

Advertisement
1/5

নিজস্ব প্রতিবেদন: 'আত্মনির্ভর ভারত'-এ রেলের সঙ্গে ব্যবসা করার সুযোগ। পুঁজি কম থাকলেও রেলওয়ের সঙ্গে যুক্ত হয়ে রোজগার করতে পারেন। কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সঙ্গে লেনদেন বাড়াতে চাইছে ভারতীয় রেল। 

 

2/5

বছরে বিভিন্ন সংস্থার কাছ থেকে ৭০ হাজার কোটির পণ্য কেনে রেল। প্রযুক্তি সংক্রান্ত ছাড়াও দৈনিক ব্যবহারের জিনিসপত্র রয়েছে এই ক্রয়তালিকায়। এবার রেলকে পণ্য বিক্রি করতে পারবেন ছোট ব্যবসায়ীরাও। এজন্য আপনাকে প্রথমে https://ireps.gov.in বা https://gem.gov.in-এ রেজিস্ট্রেশন করাতে হবে।

3/5

এই ওয়েবসাইটে গেলে আপনি দরপত্র দেখতে পারবেন। সবচেয়ে সস্তায় উত্তম গুণগতমানের পণ্যই অগ্রাধিকার দেওয়া হবে। আপনিও দরপত্র দিতে পারেন। 

4/5

রেলের দরপত্রের ২৫ শতাংশের মধ্যে ১৫ শতাংশের বরাত ছোট উদ্যোক্তাদের দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি ছোট ব্যবসায়ীদের ক্ষেত্রে নির্দিষ্ট টাকা জমা রাখা ও আমানতের শর্তও শিথিল করেছে রেল।

5/5

ঘরোয়া পণ্যকে উৎসাহিত করতে 'মেক ইন ইন্ডিয়া' নীতিতে ওয়াগন. ট্র্যাক ও কোচের টেন্ডার ৫০ শতাংশই দেওয়া হয়েছে দেশীয় উৎপাদনকারীদের। 'বন্দে ভারত' ট্রেনের ইলেকট্রিসিটির ৭৫ শতাংশ পণ্যই স্বদেশি। 





Read More