Dona Ganguly Facebook Page Hacked: গত বছর আচমকাই হ্যাক হয়ে গিয়েছিল ডোনার ফেসবুক অ্যাকাউন্ট। এবার একই ঘটনা ঘটল তাঁর সঙ্গে। ডোনার পেজের নাম লেখা রয়েছে উর্দুতে। সাবধান করে ডোনা লিখলেন...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বারংবার সাইবার ক্রাইমের শিকার হচ্ছেন ডোনা গঙ্গোপাধ্যায়।
গত বছর আচমকাই হ্যাক হয়ে গিয়েছিল ডোনার ফেসবুক অ্যাকাউন্ট।
এবার একই ঘটনা ঘটল তাঁর সঙ্গে। ডোনার পেজের নাম লেখা রয়েছে উর্দুতে।
কিছুদিন আগেই নতুন একটি অ্যাকাউন্ট খুলেছেন নৃত্যশিল্পী। তবে এবার ডোনার পুরোনো অ্যাকাউন্টটিই আবার হ্যাক হয়েছে।
গত বছর জুন মাসে ইনস্টাগ্রামে নিজের ফেসবুক হ্যাক হওয়ার কথা জানিয়েছিলেন ডোনা।
এর ঠিক দু'মাস পরেই সেপ্টেম্বর মাসে ফের ডোনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়।
এদিন ডোনা নিজের পোস্টে লিখেছেন,'আমার পুরনো প্রোফাইল ফের হ্যাক হয়েছে। সাবধান'।
অ্যাকাউন্টটি আর তাঁর কন্ট্রোলে নেই, সেকথাও জানিয়েছেন ডোনা গঙ্গোপাধ্যায়। ইতোমধ্যেই সাইবার ক্রাইমের কাছে অভিযোগ জানিয়েছেন তিনি।