Kasba Incident: পুলিসের হাতে এবার কলেজের ভয়ংকর সিসিটিভি ফুটেজ। সেখানে স্পষ্ট যে কীভাবে নির্যাতিতাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে।
পিয়ালী মিত্র: মোবাইলের ভিডিয়োর পর এবার পুলিসের হাতে কলেজের সিসিটিভি। এবার সিসিটিভিতে মিলেছে অভিযুক্তদের বিরুদ্ধে জোড়াল প্রমাণ।
ছাত্রীকে টেনে নিয়ে যাওয়ার ছবি ধরা পড়েছে ফুটেজে। গেটের কাছে লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি।
দেখা গিয়েছে ব্যাগ নিয়ে হন্তদন্ত হয়ে গেটের দিকে হেঁটে আসছেন ওই ছাত্রী। তাঁর পিছনে আসছে মনোজিতের দুই শাগরেদ। তাঁরা ছাত্রীকে টেনে নিয়ে যাচ্ছে কলেজের ভিতরের দিকে।
মনোজিতের কথা মতো ওই দুই অভিযুক্ত তাঁকে জোর করে গেটের কাছে থেকে টেনে গার্ড রুম নিয়ে যায় বলে অভিযোগ পত্রে জানিয়েছিলেন ছাত্রী। সেই অভিযোগ সপক্ষে মিলল জোড়াল প্রমাণ।
কলেজে রয়েছে মোট তিনটে সিসিটিভি রয়েছে। যদিও ইউনিয়ন রুম বা গার্ড রুমের সামনে সিসিটিভি নেই।
তাঁকে টেনে নিয়ে যাওয়ার বেশ কিছুক্ষণ পর ছাত্রীকে বেরিয়ে যেতে দেখা যাচ্ছে।
পরে একে একে অভিযুক্তদের বেরিয়ে যাওয়ার ছবিও ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে, খবর সূত্রের।
গতকাল রাতেই ঘটনাস্থলে ছাত্রীকে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে পুলিস। হেফাজতে অভিযুক্তদের মুখোমুখি জেরায় একে অপরের বিরুদ্ধে দায় ঠেলাঠেলি অভিযুক্তদের মধ্যে।
মনোজিতের নির্দেশেই ছাত্রীকে টেনেহিচড়ে গার্ডের রুমে নিয়ে যায় প্রমিত ও জায়েব, দাবি পুলিসের জেরায়।
অভিযুক্তদের বয়ানে বেশ কিছু জায়গায় অসঙ্গতি ও পরস্পর বিরোধী। মনোজিতের মোবাইল ছাড়াও জায়বের মোবাইল এও মিলেছে ঘটনার সময়ের কিছু ছবি ।