PHOTOS

Bangladesh Flight's Emergency Landing: ৪০৮ আরোহী নিয়ে ভারতের মাটিতে জরুরি অবতরণ করল বাংলাদেশের 'বিমান'! হঠাৎ কী ঘটল?

Dubai bound Bangladesh Flight's Emergency Landing at Nagpur: জরুরি অবতরণ করা এই ফ্লাইটটিতে চার শতাধিক আরোহী রয়েছেন। ৪০৮ জন আরোহী। ভারতের নাগপুরে বাংলাদেশের 'বিমান' নামের এই ফ্লাইটের জরুরি অবতরণ ঘটল। কেন?

Advertisement
1/6
ঢাকা থেকে দুবাই
ঢাকা থেকে দুবাই

ঢাকা থেকে দুবাই যাওয়ার পথে 'বিমান' নামের বাংলাদেশ এয়ারলাইন্সের এই ফ্লাইটটি নাগপুরে নামে।

2/6
প্রযুক্তিগত সমস্যা
প্রযুক্তিগত সমস্যা

নাগপুর বিমানবন্দরের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, প্রযুক্তিগত সমস্যার কারণে বুধবার (১৯ ফেব্রুয়ারি) মধ্যরাতে ফ্লাইটটি ডাইভার্ট করা হয়েছিল। পরে জরুরি অবতরণ করে সেটি।

3/6
অন্য বিমানে
অন্য বিমানে

তিনি আরও বলেন, যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইটে উঠিয়ে দেওয়া হবে। 

4/6
বিমানবন্দরের পরিচালক
বিমানবন্দরের পরিচালক

নাগপুর বিমানবন্দরের পরিচালক আবিদ রুহি বলেছেন, প্রযুক্তিগত সমস্যার কারণে বিমানটি অবতরণ করতে বাধ্য হয়েছে।

5/6
৩৯৬ জন যাত্রী
৩৯৬ জন যাত্রী

বিমানটিতে ৩৯৬ জন যাত্রী এবং ১২ জন ক্রু সদস্য ছিল।

6/6
কাছাকাছি কোথাও
কাছাকাছি কোথাও

বিমানের এক ক্রু মেম্বার জানান, যান্ত্রিক ত্রুটি সামনে আসতেই আমরা চাইছিলাম, কাছাকাছি কোনও বিমানবন্দরে দ্রুত কোথাও নেমে পড়তে। তারপরই তারা নাগপুরে নামেন।  





Read More