connect Dubai-Mumbai: একেবারে ২০০০ কিলোমিটার পথ পাড়ি দেবে এই ট্রেন। ইতিহাসে এই ধরনের ঘটনা আগে হয়নি বলেই মনে করা হচ্ছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুধু মেট্রো নয়, এবার জলের তলা দিয়ে ছুটবে ট্রেনও। খুব শীঘ্রই হয়ত বাস্তবায়িত হতে পারে আন্ডারওয়াটার ট্রেন সিস্টেম। এবার জলের তলা দিয়ে দ্রুত পৌঁছে যাওয়া যাবে ভারত থেকে অন্য দেশে।
একেবারে ২০০০ কিলোমিটার পথ পাড়ি দেওয়া যাবে এই রাস্তা ধরে ৷ এই রেলপথের ফলে জুড়ে যাবে বাণিজ্যনগরী মুম্বই ও সংযুক্ত আরবআমিরশাহীর ফুজাইরা ৷
এই রেলপথ শুধুমাত্র মানুষ পরিবহনের জন্য ব্যবহার করা হবে না, তার সঙ্গে পণ্য, জল এবং তেল পরিবহন করতেও ব্যবহার করা হবে।ইতিহাসে এই ধরনের ঘটনা আগে হয়নি বলেই মনে করা হচ্ছে।
সংযুক্ত আরব আমিরশাহী জলের তলার ট্রেনের মাধ্যমে ভারতের সঙ্গে সংযোগ বাড়াতে চাইছে। ইতিমধ্যেই একটি আন্ডার ওয়াটার রেল সিস্টেম চালু হয়েছে ফ্রান্স ও ব্রিটেনের মধ্যে।
২০২৩ সালের সেপ্টেম্বরে দিল্লিতে অনুষ্ঠিত G-২০ শীর্ষ সম্মেলনের সময় এই প্রজেক্ট চালু হয়েছিল, যেখানে ভারত, সংযুক্ত আরব আমিরাত, মার্কিন যুক্তরাষ্ট্র, ইইউ, সৌদি আরব, ফ্রান্স, ইতালি এবং জার্মানি স্বাক্ষর করেছিল।
দুবাই-মুম্বই জলের তলাক রেল নেটওয়ার্ক কেবল সংযুক্ত আরব আমিরাত-ভারত নয় বরং এই অঞ্চলের অন্যান্য দেশগুলিকেও উপকৃত করবে।