Local Trains Cancelled from Sealdah: আজ, ২৪ অক্টোবর রাত থেকে আগামীকাল সকাল পর্যন্ত ট্রেন চলাচলে ব্যাপক পরিবর্তন। জেনে নিন, কোন কোন ট্রেন-পরিষেবার উপর নিয়ন্ত্রণ।
এই সময়পর্বে শিয়ালদহ ক্যানিং শাখায় ১৩টি আপ ও ১১টি ডাউন লোকাল ট্রেন বাতিল থাকছে। বাতিল সোনারপুর–ক্যানিং শাখায় ৩টি আপ ও ৪টি ডাউন লোকালও। শিয়ালদহ–লক্ষ্মীকান্তপুর শাখায় ১৫টি আপ ও ১০টি ডাউন লোকালও বাতিল থাকবে। (তথ্য: অয়ন ঘোষাল)
লক্ষ্মীকান্তপুর-নামখানা শাখায় ১০টি আপ ও ৯টি ডাউন লোকাল বাতিল থাকবে। শিয়ালদহ/বারাসাত-হাসনাবাদ শাখায় ১১টি আপ ও ৯টি ডাউন লোকাল বাতিল থাকবে। সার্কুলার রেলওয়ে শাখায় ১টি আপ ও ১টি ডাউন লোকাল বাতিল থাকবে। (তথ্য: অয়ন ঘোষাল)
চালু পরিষেবার তালিকায় রয়েছে আরও।
শিয়ালদহ-কোমাগাতা মারু বজবজ: বালিগঞ্জ থেকে ছাড়ার সময় ২০:০০, কোমাগাতা মারু বজবজ-শিয়ালদহ: ছাড়ার সময় ২০:৫৩, শিয়ালদহ-সোনারপুর: ছাড়ার সময় ১৮:৩০, সোনারপুর-শিয়ালদহ: ছাড়ার সময় ১৮:০৪, শিয়ালদহ-হাসনাবাদ: ছাড়ার সময় ১৯:৩০, হাসনাবাদ-শিয়ালদহ: ছাড়ার সময় ১৮:৫৫। (তথ্য: অয়ন ঘোষাল)