PHOTOS

India Pakistan Match cancel in WCL: পহেলগাঁও কাণ্ডের ঘূর্ণিতে ২২ গজ! ভারতীয় কিংবদন্তি ক্রিকেটরদের আপত্তিতে বাতিল IND Vs PAK ম্যাচ...

India-Pakistan Match: ভারতের অন্তত পাঁচ ক্রিকেটের তাদের চিরপ্রতিদ্বন্দ্বী দেশটির সঙ্গে খেলতে আপত্তি জানানোর কারণে বাতিল হয়ে গেছে ম্যাচটি। টুর্নামেন্টের অন্য ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাসময়েই।

Advertisement
1/8
ডব্লিউসিএল টর্নামেন্ট
ডব্লিউসিএল টর্নামেন্ট

ইংল্যান্ডে শুক্রবার থেকে শুরু হওয়া ডব্লিউসিএল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া খেলোয়াড়দের প্রতিযোগিতা। ভারত-পাকিস্তান ছাড়াও সেখানে অংশ নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। 

2/8
ডব্লিউসিএল টর্নামেন্ট
ডব্লিউসিএল টর্নামেন্ট

এপ্রিলে পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় ২৬ জন নিহতের ঘটনায় যুদ্ধে জড়ায় ভারত ও পাকিস্তান। তখন বন্ধ হয়ে যায় দু'দেশে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) ও পাকিস্তান সুপার লীগ (পিএসএল)। 

3/8
ডব্লিউসিএল টর্নামেন্ট
ডব্লিউসিএল টর্নামেন্ট

দ্রুতই ২২ গজেও এ উত্তেজনা ছড়ায় দু'দেশের ক্রিকেটারদের মধ্যেও। শনিবার সর্বভারতীয় সংবাদমাধ্যম জানায়, পাকিস্তান চ্যাম্পিয়ন দলটির বিপক্ষে ম্যাচ থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছেন হরভজন সিং, ইউসুফ পাঠান ও সুরেশ রায়না। 

4/8
ডব্লিউসিএল টর্নামেন্ট
ডব্লিউসিএল টর্নামেন্ট

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানের বিপক্ষে না খেলার খবর জানান শিখর ধাওয়ানও। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি বিবৃতিতে তিনি লেখেন, 'আমি যে পাকিস্তানের বিপক্ষে খেলব না, তা গত ১১ই মে জানিয়েছি। সেই অবস্থানেই এখনও অনড় রয়েছি।

5/8
ডব্লিউসিএল টর্নামেন্ট
ডব্লিউসিএল টর্নামেন্ট

এ ছাড়া আরেকটি প্রতিবেদনে জানানো হয়, ম্যাচটি থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন ইরফান পাঠানও। এমন অবস্থায় শনিবার রাতে ভারত-পাকিস্তান ম্যাচটি বাতিলে ঘোষণা দিয়েছে ডব্লিউবিসি কর্তৃপক্ষ। 

 

6/8
ডব্লিউসিএল টর্নামেন্ট
ডব্লিউসিএল টর্নামেন্ট

নিজেদের এক্স হ্যান্ডেলের একটি আনুষ্ঠানিক বিবৃতিতে তারা জানায়, 'পাকিস্তান হকি দলের চলতি বছরে ভারতে আসার খবর শুনে এবং সম্প্রতি ভারত-পাকিস্তান ভলিবল ম্যাচ ও দু'দেশের মধ্যে অন্যান্য কিছু খেলার আয়োজন দেখে আমরা ডব্লিউসিএলে ভারত-পাকিস্তান ম্যাচটি চালিয়ে যাবার সিদ্ধান্ত নিই।' 

7/8
ডব্লিউসিএল টর্নামেন্ট
ডব্লিউসিএল টর্নামেন্ট

ক্রিকেটারদের কাছে ক্ষমা চেয়ে ডব্লিউসিএল কর্তৃপক্ষ লেখে, 'আমাদের উদ্দেশ্যই ছিল কেবল বিশ্বের ক্রিকেট ভক্তদের জন্য কিছু আনন্দঘন মুহূর্তের সৃষ্টি করা। যাই হোক এখন আমরা ভারত-পাকিস্তান ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছি। কারও অনুভূতিতে আঘাত করার জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী ও আমাদের প্রত্যাশা এ ম্যাচের আয়োজনের উদ্দেশ্য সবাই বুঝতে পারবেন।'

8/8
ডব্লিউসিএল টর্নামেন্ট
ডব্লিউসিএল টর্নামেন্ট

ইংল্যান্ডে ডব্লিউসিএলের শুরু হওয়া আসরটি টর্নামেন্টের দ্বিতীয় আসর। গত বছর প্রথম আসরের ৬ দলের এই প্রতিযোগিতায় শিরোপা জেতে ভারত। ১৮ই জুলাই থেকে শুরু হওয়া টর্নামেন্টটির পর্দা নামার কথা আগামী ২রা আগস্ট। 





Read More