PHOTOS

Dumdum Local Derail: দমদম স্টেশনে লাইনচ্যুত লোকাল! বেলাইন... বড় দুর্ঘটনা...

Train Derail: আরেকটু এদিক ওদিক হলেই... ঘটতে পারত ভয়ংকর কিছু! কল্পনা করলেও শিউরে উঠতে হয়! 

Advertisement
1/9

অয়ন ঘোষাল: দমদম স্টেশনে বেলাইন লোকাল। দিনের ব্যস্ত সময়ে ৪ নম্বর প্ল্যাটফর্মে লাইনচ্যুত লোকাল ট্রেন।

2/9

এদিন বেলা ১২টা ১০ মিনিটে দমদমের ৪ নম্বর প্ল্যাটফর্মে বেলাইন হয়ে যায় শিয়ালদহগামী ডাউন বনগাঁ লোকাল। 

3/9

লোকাল লাইনচ্যুত হওয়ার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন আধিকারিক এবং ইঞ্জিনিয়াররা।

4/9

ট্রেন খালি করে দেওয়া হয়। বিকল্প রিলিফ ট্রেন যাত্রীদের শিয়ালদহ স্টেশনে নিয়ে আসা হয়।

5/9

লাইনচ্যুত হওয়ার কারণ খতিয়ে দেখছেন রেলের ইঞ্জিনিয়াররা। তবে গতি অত্যন্ত মন্থর থাকায় খুব বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে।

6/9

বেলাইনের জেরে হতাহতের কোনও খবর নেই। দুর্ঘটনার পর ৪ নম্বর ছাড়া বাকি প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন চালানো হয়। 

7/9

পরিষেবা বিলম্বে চলে ঘণ্টা দেড়েক। তবে কোনও ট্রেন বাতিল ঘোষণা করা হয়নি।

8/9

শেষে ১টা ৪০ মিনিটে লাইন ক্লিয়ার হয়। ট্রেন লাইনে তোলা হয়। সেটিকে শিয়ালদহ নিয়ে যাওয়া হয়। 

9/9

৪ নম্বর প্ল্যাটফর্ম ফ্রি বলে জানান পূর্ব রেলের মুখ্য জন সংযোগ আধিকারিকের বক্তব্য।





Read More