Train Derail: আরেকটু এদিক ওদিক হলেই... ঘটতে পারত ভয়ংকর কিছু! কল্পনা করলেও শিউরে উঠতে হয়!
অয়ন ঘোষাল: দমদম স্টেশনে বেলাইন লোকাল। দিনের ব্যস্ত সময়ে ৪ নম্বর প্ল্যাটফর্মে লাইনচ্যুত লোকাল ট্রেন।
এদিন বেলা ১২টা ১০ মিনিটে দমদমের ৪ নম্বর প্ল্যাটফর্মে বেলাইন হয়ে যায় শিয়ালদহগামী ডাউন বনগাঁ লোকাল।
লোকাল লাইনচ্যুত হওয়ার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন আধিকারিক এবং ইঞ্জিনিয়াররা।
ট্রেন খালি করে দেওয়া হয়। বিকল্প রিলিফ ট্রেন যাত্রীদের শিয়ালদহ স্টেশনে নিয়ে আসা হয়।
লাইনচ্যুত হওয়ার কারণ খতিয়ে দেখছেন রেলের ইঞ্জিনিয়াররা। তবে গতি অত্যন্ত মন্থর থাকায় খুব বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে।
বেলাইনের জেরে হতাহতের কোনও খবর নেই। দুর্ঘটনার পর ৪ নম্বর ছাড়া বাকি প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন চালানো হয়।
পরিষেবা বিলম্বে চলে ঘণ্টা দেড়েক। তবে কোনও ট্রেন বাতিল ঘোষণা করা হয়নি।
শেষে ১টা ৪০ মিনিটে লাইন ক্লিয়ার হয়। ট্রেন লাইনে তোলা হয়। সেটিকে শিয়ালদহ নিয়ে যাওয়া হয়।
৪ নম্বর প্ল্যাটফর্ম ফ্রি বলে জানান পূর্ব রেলের মুখ্য জন সংযোগ আধিকারিকের বক্তব্য।