PHOTOS

Durga Puja Zodiac: দেবীপক্ষে এই রাশির জাতকেরা উঠবেন সৌভাগ্যের চূড়ায়! মা দুর্গার কৃপায় ধনসম্পদে ভরে উঠবেন এঁরা...

Durga Puja Zodiac: কয়েকটি রাশির জাতকেরা দেবী দুর্গার খুবই প্রিয়। এখন দেখে নেওয়া যাক, জ্যোতিষ অনুসারে কোন কোন রাশির জাতকদের এই পুজোয় ভাগ্য তুঙ্গে থাকবে।

Advertisement
1/6
ভাগ্যকাতর বাঙালি
ভাগ্যকাতর বাঙালি

সেটা নিয়ে প্রবল আগ্রহ থাকে ভাগ্যকাতর বাঙালির। দেবীর বোধন থেকে শুরু শেষ সময়পর্ব পর্যন্ত কেমন হবে তাঁদের পুজো, দুর্গা কি আশীর্বাদ করবেন? কয়েকটি রাশির জাতকেরা দেবী দুর্গার খুবই প্রিয়। এখন দেখে নেওয়া যাক, জ্যোতিষ অনুসারে কোন কোন রাশির জাতকদের এই পুজোয় ভাগ্য থাকবে তুঙ্গে।

2/6
মেষ
মেষ

মেষ রাশির জাতকরা দেবী দুর্গার খুবই প্রিয়। এঁরা সব সময়েই দেবীর আশীর্বাদ পান। এখনও সব কাজেই এঁরা সাফল্য লাভ করবেন। জীবনে সুখ-সমৃদ্ধি বজায় থাকবে।

3/6
মিথুন
মিথুন

মিথুন রাশির জাতকও দেবীদুর্গার অত্যন্ত প্রিয়। এ সময়ে সৌভাগ্যের দরজা খুলে যায় এঁদের। দেবীর কৃপায় এঁরা পরিশ্রম করেন এবং এঁদের উদ্যোগের ফল পান। এঁদের আটকে থাকা সব কাজ হয়ে হবে। এঁদের আর্থিক অবস্থার উন্নতিও হবে।

4/6
সিংহ
সিংহ

সিংহ রাশির জাতকদের সঙ্গে দুর্গার আশীর্বাদ সব সময় থাকে। এঁদের ভাগ্যও সচরাচর অনুকূলই থাকে। কখনও আর্থিক সমস্যা তেমন মাথায় চেপে বসে না।

5/6
বৃশ্চিক
বৃশ্চিক

বৃশ্চিকও দেবীর প্রিয়। এঁদের উপর সব সময় দেবীর কৃপাদৃষ্টি থাকে।  এঁদের জীবন সুখশান্তিতে ভরে থাকবে এ সময়। এঁদের আর্থিক অবস্থা এ সময় ভালো থাকবে।

6/6
কুম্ভ
কুম্ভ

কুম্ভ রাশির জাতকেরা দুর্গাপুজোর সময়ে কিছু সুখবর পেতে পারেন। পেশাজীবনের সংকট কাটবে। সহজেই ফললাভ ঘটবে।

(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)





Read More