PHOTOS

DVC Releasing Water: আজ সকালেও ড্যাম থেকে বিপুল জল ছেড়েছে ডিভিসি! বন্যা-পরিস্থিতি কি আরও খারাপ হল?

DVC Releasing Water: গোটা দক্ষিণবঙ্গ যেন জলের তলায়। স্বয়ং মুখ্যমন্ত্রী দুর্গাপুরে অশান্ত ড্যামের উত্তাল জলরাশির দিকে তাকিয়ে প্রণাম করেন, যেন, প্রকৃতিকে শান্ত হতে মিনতি করছেন।

Advertisement
1/6
মাইথন
মাইথন

আজ, বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে মাইথন ৬ হাজার কিউসেক জল ছেড়ছে। 

2/6
পাঞ্চেত
পাঞ্চেত

আর আজ, বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে পাঞ্চেত জলাধার ১৬ হাজার কিউসেক জল ছেড়েছে। 

3/6
দুর্গাপুর ব্যারেজে
দুর্গাপুর ব্যারেজে

আজ সকালের দিকে, সকাল ৮টা নাগাদ দামোদরের দুর্গাপুর ব্যারেজে থেকে জল ছাড়ার পরিমাণ এরকম: 'এলএমবিসি' বা 'লেফ্ট ব্যাংক মেইন ক্যানাল' থেকে ছাড়া হয়েছে ৬০০ কিউসেক জল। 'আরএমবিসি' বা 'রাইট ব্যাংক মেইন ক্যানাল' থেকে ছাড়া হয়েছে ২০০ কিউসেক জল। নদী থেকে ৩৬৫৫০ কিউসেক জল। 

4/6
বৃষরাশি
বৃষরাশি

আজ, বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ: দুর্গাপুর ব্যারাজের 'এলএমবিসি' থেকে ছাড়া হয়েছে ৬০০ কিউসেক জল। দুর্গাপুর ব্যারাজের 'আরএমবিসি' থেকে ছাড়া হয়েছে ২০০ কিউসেক জল। নদী থেকে ৪০৭৫০।

5/6
মোদী-মমতা
মোদী-মমতা

এদিকে ডিভিসি নিয়ে কেন্দ্র-রাজ্য তরজা চলছেই। মোদী-মমতা চিঠি চালাচালি চলছেই। 

6/6
দুর্দশা
দুর্দশা

কিন্তু বরাবরই আমরা সবাই জানি, রাজায়-রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। হাওড়া হুগলি মেদিনীপুরের মানুষগুলির দুর্দশা চোখে দেখা যায় না। পুজোর আগে তাঁদের ঘর-সংসার ভেসে গিয়েছে। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Read More