PHOTOS

Devbhoomi-Earthquake | Uttarakhand: উৎস নেপালে, কেঁপে উঠল উত্তরাখণ্ড! পিথোরাগড়ের কম্পন কি হাড়হিম পরিস্থিতির জন্ম দিল?

Earthquake in Devbhoomi: ফের ভূমিকম্প। এবার একেবারে হিমালয়ে। ক'দিন আগেই সকালে ভূমিকম্পে কেঁপে উঠেছিল দিল্লি।

Advertisement
1/6
পিথোরাগড়ে
পিথোরাগড়ে

এবার কেঁপে উঠল হিমালয়। হিমালয়ের পিথোরাগড়ে অনুভূত হল ভূমিকম্প। 

2/6
শুক্রবার সন্ধে
শুক্রবার সন্ধে

ধারচুলার পিথোরাগড়ে শুক্রবার সন্ধে সোয়া সাতটা নাগাদ অনুভূত হয় এই কম্পন। 

3/6
মাত্র ৩.৫
মাত্র ৩.৫

পিথোরাগড়ে অবশ্য খুব বেশি মাত্রার ভূমিকম্প হয়নি। মাত্র ৩.৫। 

4/6
নেপালে
নেপালে

ভূমিকম্পের কেন্দ্র ছিল নেপালের ছাপরি এলাকায়।

5/6
হাতহত নেই
হাতহত নেই

কোনও হাতহত হয়নি, বড় ধরনের ক্ষয়ক্ষতিও হয়নি। 

6/6
সিসমিক পয়েন্টে
সিসমিক পয়েন্টে

পিথোরাগড় জেলাটিকে এমনিতেই সিসমিক পয়েন্টের উপরে থাকা একটি অঞ্চল বলে মনে করা হয়।





Read More