Earthquake in Devbhoomi: ফের ভূমিকম্প। এবার একেবারে হিমালয়ে। ক'দিন আগেই সকালে ভূমিকম্পে কেঁপে উঠেছিল দিল্লি।
এবার কেঁপে উঠল হিমালয়। হিমালয়ের পিথোরাগড়ে অনুভূত হল ভূমিকম্প।
ধারচুলার পিথোরাগড়ে শুক্রবার সন্ধে সোয়া সাতটা নাগাদ অনুভূত হয় এই কম্পন।
পিথোরাগড়ে অবশ্য খুব বেশি মাত্রার ভূমিকম্প হয়নি। মাত্র ৩.৫।
ভূমিকম্পের কেন্দ্র ছিল নেপালের ছাপরি এলাকায়।
কোনও হাতহত হয়নি, বড় ধরনের ক্ষয়ক্ষতিও হয়নি।
পিথোরাগড় জেলাটিকে এমনিতেই সিসমিক পয়েন্টের উপরে থাকা একটি অঞ্চল বলে মনে করা হয়।