Todays Earthquake News: বৃহস্পতিবার কি ভূকম্পের দিন? দুটি ভিন্ন ঘটনায় কেঁপে উঠল হরিয়ানা থেকে মায়ানমার।
গত ১২ ঘণ্টায় এই নিয়ে দুটি কম্পন হরিয়ানায়। রাত ১২টা ৪৬ মিনিটে রোহতকে কম্পন অনুভূত হয়। এর প্রায় ১২ ঘণ্টার মাথায় রোহতকে ফের কম্পন।
এই নিয়ে এ অঞ্চলে গত ৮ দিনে চারটি কম্পন অনুভূত হল।
১১ জুলাই ঝজ্জরে ৩.৭ মাত্রার, একই অঞ্চলে পরে ৪.৪ মাত্রার কম্পন অনুভূত হয়। ১০ জুলাই ২.৫ মাত্রার কম্পন অনুভূত হয়েছিল একই অঞ্চলে।
আজ, বৃহস্পতিবার কেঁপে উঠল মায়ানমারও। সেখানে ৩.৭ মাত্রার একটি কম্পন অনুভূত হয়।
এখানে বুধবারও কম্পন অনুভূত হয়েছিল-- ৪.৬ মাত্রার। ভূমিকম্প হয়েছিল ১৪ জুলাই।
মায়ানমারে যেটা ভয়ের ঘটেছে, সেটা হল শ্যালো আর্থকোয়েক (Shallow earthquakes)। মাটির বেশি গভীরে যেসব কম্পনের উৎপত্তি, সেগুলি তুলনায় কম ক্ষতিকর। যেগুলি মাটির কম গভীরে ঘটে, সেগুলিকে শ্যালো আর্থকোয়েক বলে, সেগুলি অনেক বেশি ভয়ংকর হয়ে ওঠে।
'শ্যালো আর্থকোয়েকে' আসলে 'সিসমিক ওয়েভ'গুলিকে কম দূরত্ব অতিক্রম করতে হয়। এতে মাটিতে বেশি ঝাঁকুনি লাগে। ফলে ক্ষতি হয় অনেক বেশি মাত্রার।