China Earthquake: আচমকা একটা দুলুনি। ঘুমের ঘোর কেটে গেল সকলের। ঘুম ভেঙেই চক্ষু চড়কগাছ।
বুধবার সকালে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (National Center for Seismology/NCS) জানিয়েছে, রিখটার স্কেলে ৪.৪ মাত্রার এক ভূমিকম্প ঘটেছে।
এনসিএস বলছে, মাটি থেকে ৭৫ কিমি গভীরে ঘটেছে এই ভূকম্প!
বুধের সকালের এই কম্পনে ভারতের প্রতিবেশী দেশ খুবই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে।
তবে ঠিক-ঠিক সময় হল রাত ১টা ২১। তখনই ভূমিকম্পটি ঘটে। সাধারণ মানুষ খুবই আতঙ্কিত হয়ে যান। চিনের হেবেই প্রভিন্সের লাংফাং-য়ে অবস্থিত ইয়ংকুইং কাউন্টিতে কম্পনটি ঘটে।
চায়না আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টার (China Earthquake Network Center/CENC) বলছে, বেজিংয়ের মানুষজনও এই কম্পন অনুভব করেছে। তবে সরকার নিয়মমতো অ্যালার্ট সিস্টেম থেকে অ্যালার্ট পাঠিয়েছে দেশবাসীকে।
প্রসঙ্গত, সাম্প্রতিক কালে চিনের সবচেয়ে ভয়ংকর ভূকম্পটি হয়েছিল ২০০৮ সালে। মাত্রা ছিল ভয়ংকর ৭.৯! মে মাসের সেই ভয়াবহ ভূমিকম্পে ধ্বংস হয়ে গিয়েছিল সিচুয়ান প্রদেশ ৮৭ হাজার মানুষ মারা গিয়েছিলেন। লক্ষ লক্ষ মানুষ গৃহহারা হয়ে পড়েছিলেন।