ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান। রিখটার স্কেল কম্পনের মাত্রা ছিল ৫.৬। ভোর চারটে চুয়ালিশ মিনিটে ওই কম্পন টের পাওয়া যায়। ওই ভূমিকম্পের জেরে কেঁপে উঠল দিল্লিও।
ইউরোপিয়ান-মেডিটারনিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী আফগানিস্তানের বাঘলান শহরের ১৬৪ কিলোমিটার পূর্বে ছিল কম্পনের উত্সস্থল। ওই শহরের লোকসংখ্যা ১ লাখ ৮ হাজার। এখনও কোনও ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি।
এদিকে ওই কম্পন টের পাওয়া যায় দিল্লিতেও। সোস্য়াল মিডিয়ায় এমনটাই মন্তব্য করেছেন অনেক নেট নাগরিক।
বিজ্ঞানীদের বক্তব্য অনুযায়ী আফগানিস্তানের অনেক এলাকা ভূমিকম্প প্রবণ অঞ্চলের মধ্যে পড়ে।
ভূমিকম্পের ফলে অতীতে একাধিকবার প্রবল ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে আফগানিস্তান।