PHOTOS

Deadly Earthquake: ভয়াবহ মাত্রার ভয়ংকর ভূমিকম্প! জারি সুনামি সতর্কতা! কত ক্ষয়ক্ষতি? কত মৃত্যু?

Papua New Guinea Earthquake: কর্তৃপক্ষ সুনামি সতর্কতা জারি করেছে। অকুস্থল পাপুয়া নিউ গিনি অঞ্চল। নিউ ব্রিটেন রিজিয়নে কম্পন অনুভূত হওয়ার পরই জারি হয় সতর্কতা। ক্ষয়ক্ষতি কত? মৃত্যু কত?

Advertisement
1/6
৭.১
৭.১

শনিবার সকালে ৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাপুয়া নিউ গিনি! 

2/6
৪৯ কিমি গভীরে
৪৯ কিমি গভীরে

ইউরোপিয়ান মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল (European-Mediterranean Seismological Centre/EMSC) তথ্য বলছে, ভূমিকম্পটি মাটির ৪৯ কিমি গভীরে হয়েছে।

3/6
সুনামি-সতর্কতা
সুনামি-সতর্কতা

দ্য ইউএস সুনামি ওয়ার্নিং সেন্টার (The US Tsunami Warning Center) সুনামি-সতর্কতা জারি করে।

4/6
ক্ষয়ক্ষতি, মৃত্যু?
ক্ষয়ক্ষতি, মৃত্যু?

ভয়ানক এই ভূমিকম্পরে জেরে কতটা ক্ষয়ক্ষতি ঘটেছে? মৃত্যু বা আহত কত? এই মুহূর্তে মৃত্যু বা ক্ষয়ক্ষতি নিয়ে কোনও তথ্য মেলেনি।  

5/6
রিং অফ ফায়ার
রিং অফ ফায়ার

প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ার-এর উপর অবস্থিত হওয়ায় নিউ ব্রিটেন রিজিয়নের পাপুয়া নিউ গিনি দেখতে গেলে ভূমিকম্প-প্রবণ এলাকাই! 

6/6
আফটারশক
আফটারশক

বড় ভূমিকম্পটি হওয়ার আধঘণ্টার মধ্যেই কম মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্রা ছিল ৫.৩। 





Read More