Papua New Guinea Earthquake: কর্তৃপক্ষ সুনামি সতর্কতা জারি করেছে। অকুস্থল পাপুয়া নিউ গিনি অঞ্চল। নিউ ব্রিটেন রিজিয়নে কম্পন অনুভূত হওয়ার পরই জারি হয় সতর্কতা। ক্ষয়ক্ষতি কত? মৃত্যু কত?
শনিবার সকালে ৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাপুয়া নিউ গিনি!
ইউরোপিয়ান মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল (European-Mediterranean Seismological Centre/EMSC) তথ্য বলছে, ভূমিকম্পটি মাটির ৪৯ কিমি গভীরে হয়েছে।
দ্য ইউএস সুনামি ওয়ার্নিং সেন্টার (The US Tsunami Warning Center) সুনামি-সতর্কতা জারি করে।
ভয়ানক এই ভূমিকম্পরে জেরে কতটা ক্ষয়ক্ষতি ঘটেছে? মৃত্যু বা আহত কত? এই মুহূর্তে মৃত্যু বা ক্ষয়ক্ষতি নিয়ে কোনও তথ্য মেলেনি।
প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ার-এর উপর অবস্থিত হওয়ায় নিউ ব্রিটেন রিজিয়নের পাপুয়া নিউ গিনি দেখতে গেলে ভূমিকম্প-প্রবণ এলাকাই!
বড় ভূমিকম্পটি হওয়ার আধঘণ্টার মধ্যেই কম মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্রা ছিল ৫.৩।