New Zealand Earthquake: স্থানীয় বাসিন্দাদের সমুদ্র সৈকত এবং সামুদ্রিক এলাকা থেকে দূরে থাকার কথা বলা হয়েছে। হতাহত কত? ক্ষয়ক্ষতিই-বা কতটা?
নিউ জিল্যানডের সরকারি ভূকম্পন পর্যবেক্ষণকারী সংস্থা জানিয়েছে, ৪,৭০০ জনেরও বেশি মানুষ ভূমিকম্পটি অনুভব করেছেন!
ভূমিকম্পের সময়ে বাড়িগুলি দুলছিল জিনিসপত্র পড়ে যাচ্ছিল। নিউ জিল্যান্ডের গণমাধ্যম থেকে তেমনই জানা গিয়েছে।
নিউ জিল্যান্ডের জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, সাউথল্যান্ড এবং ফিওর্ডল্যান্ড অঞ্চলের বাসিন্দাদের সমুদ্রসৈকত এবং সামুদ্রিক এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
অস্ট্রেলিয়ার জাতীয় আবহাওয়া ব্যুরো জানিয়েছে, মূল ভূখণ্ড, দ্বীপপুঞ্জ বা সন্নিহিত অঞ্চলগুলিতে সুনামির কোনও হুমকি নেই।
নিউজিল্যান্ডের উপ-অ্যান্টার্কটিক দ্বীপপুঞ্জের সবচেয়ে উত্তরে অবস্থিত স্নারেস দ্বীপপুঞ্জের প্রায় ১৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ৩৩ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি অনুভূত হয়।
মঙ্গলবার (২৫ মার্চ) সকালে নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডে এই ভূমিকম্পটি অনুভূত হয়। নিউ জিল্যান্ডের দুর্যোগ নিবারণ সংস্থা জানিয়েছে,৬.৮ মাত্রার এই ভূমিকম্পে সুনামির কোনও সতর্কতা নেই। প্রসঙ্গত, ২০১১ সালে ক্রাইস্টচার্চে ৬.৩ মাত্রার ভূমিকম্প ঘটেছিল, যাতে অন্ততপক্ষে ১৮৫ জন মারা গিয়েছিলেন।