আর তাতে ভেসে যেতে পারে পৃথিবীর অনেক দেশ! কোথায় তৈরি হচ্ছে এই মহাসাগর?
আফ্রিকান মহাদেশে তৈরি হতে পারে এই মহাসাগর। বলছেন বিজ্ঞানীরা। কবে তৈরি হতে পারে সেই মহাসাগর?
বিজ্ঞানীরা বলছেন, আজ থেকে কয়েক লাখ বছর পর, এখন যেখানে আফ্রিকা মহাদেশ, সেই মহাদেশ আড়াআড়িভাবে দ্বিবিভক্ত হয়ে তৈরি হতে পারে এই মহাসাগর।
মূলত আফ্রিকার নুবিয়ান, সোমালি ও আরবিয়ান প্লেট বরাবর তৈরি হবে এই সুগভীর ফাটল।
২০০৫ সালে ইথিওপিয়ায় তৈরি ৩৫ মাইল ফাটল দিয়ে যার সূচনা। আর এই মহাসাগর তৈরি হলে পালটে যাবে পৃথিবীর ভূগোল-বাস্তুতন্ত্র।