PHOTOS

East Bengal | AFC Challenge League 2024-25: লিগে দেশের একমাত্র দল ইস্টবেঙ্গল! পাহাড় অভিযানে মশালবাহিনী, খেলা কি LIVE দেখাবে?

East Bengal vs Paro FC in AFC Challenge League 2024-25 Live Streaming: সমতলে হয়নি, পাহাড়ে কি ইস্টবেঙ্গল পারবে ফুল ফোটাতে? নজরে এবার এএফসি চ্যালেঞ্জ লিগ 

 

Advertisement
1/7
আইএসএলে ইস্টবেঙ্গল
আইএসএলে ইস্টবেঙ্গল

আইএসএলে ইস্টবেঙ্গলের পারফরম্য়ান্স নিয়ে কিসসু বলার নেই। হাফ ডজন ম্যাচ খেলা দল প্রতিটিতেই হেরেছে! খাতা না খুলে লিগে সবার নীচে ১৩ নম্বরে লাল-হলুদ। সমতলে লেসলি ক্লডিয়াস সরণির দল কোনও ছাপই রাখতে পারেনি! এবার পাহাড় অভিযানে অস্কার ব্রুজোর টিম! 

2/7
ইস্টবেঙ্গলের ফোকাস এখন এএফসি চ্যালেঞ্জ লিগে
ইস্টবেঙ্গলের ফোকাস এখন এএফসি চ্যালেঞ্জ লিগে

আইএসএলে হাফ ডজন হার ভুলে ইস্টবেঙ্গলের ফোকাসে এখন এএফসি চ্যালেঞ্জ লিগ। ভারত থেকে লিগের একমাত্র প্রতিনিধি ইস্টবেঙ্গল। শনিবার অর্থাত্‍ আগামিকাল এএফসি চ্যালেঞ্জ লিগে অভিযান শুরু লাল হলুদের। ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে পারো এফসি'র বিরুদ্ধে গ্রুপ এ'র ম্যাচ ক্লেটন সিলভাদের। 

 

3/7
সাংবাদিক বৈঠকে বিনো জর্জ
সাংবাদিক বৈঠকে বিনো জর্জ

শুক্রবার সাংবাদিক বৈঠক করেছেন লাল-হলুদের সহকারি কোচ বিনো জর্জ। তিনি বলেছেন,  এএফসি চ্যালেঞ্জ লিগের জন্য় পুরোপুরি তৈরি ইস্টবেঙ্গল। এই লিগ খেলতে পারায় তাঁর টিম গর্বিত। প্রতিপক্ষ দলকে সম্মান করছেন বিনো। অস্কারের স্টাইলে খেলেই লাল-হলুদ প্রথম খেলায় জয় তুলে আনবে বলেই বিশ্বাসী বিনো।

4/7
এখন প্রশ্ন অস্কারের জায়গায় কেন বিনো এলেন?
এখন প্রশ্ন অস্কারের জায়গায় কেন বিনো এলেন?

জানা গিয়েছে টেকনিক্য়াল সমস্য়ার কারণেই এদিন সাংবাদিক বৈঠক করতে পারেননি স্প্যানিশ কোচ। ঘটনাচক্রে কার্লেস কুয়াদ্রাত পদত্যাগ করায় এএফসি-র কাছে ইস্টবেঙ্গল কোচ হিসেবে বিনোর নামই পাঠিয়েছিল। তবে বিনোর নাম বদলে হেড কোচের জায়গায় অস্কারের নাম বসাতে ফেডারেশনের ছাড়পত্র লাগে। সেটা হাতে না পাওয়ায় সাংবাদিকদের মুখোমুখি হতে পারেননি অস্কার। তবে শনিবার স্প্য়ানিশ কোচের ডাগআউটে বসতে কোনও বাধাই থাকবে না।

 

5/7
এএফসি চ্যালেঞ্জ লিগে ইস্টবেঙ্গলের পুরো সূচি
এএফসি চ্যালেঞ্জ লিগে ইস্টবেঙ্গলের পুরো সূচি

ইস্টবেঙ্গল বনাম পারো এফসি-র খেলা ২৬ অক্টোবর, শনিবার বিকেল ৪টে ৩০ মিনিটে। দ্বিতীয় ম্য়াচে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ বাংলাদেশের বসুন্ধরা কিংস, খেলা ২৯ অক্টোবর, মঙ্গলবার রাত ৮টা ৩০ মিনিটে। ইস্টবেঙ্গলের তৃতীয় খেলা লেবাননের নেজমেহ এসসি-র বিরুদ্ধে। ১ নভেম্বর, শুক্রবার, রাত ৮টা ৩০ মিনিটে। 

6/7
ইস্টবেঙ্গল কেন এএফসি চ্যালেঞ্জ লিগ খেলছে?
ইস্টবেঙ্গল কেন এএফসি চ্যালেঞ্জ লিগ খেলছে?

ইস্টবেঙ্গল সুপার কাপ জিতে এএফসি-র আসরে অংশ নেওয়ার সুযোগ পেয়েছিল। তবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র যোগ্যতা অর্জন ম্যাচে, লাল-হলুদ তুর্কমেনিস্তানের আলটিন আসিরের কাছে ৩-২ হেরে যায়। এরপরই ইস্টবেঙ্গল এএফসি চ্যালেঞ্জ লিগে নেমে আসে।

7/7
Live streaming of the East Bengal vs Paro FC
Live streaming of the East Bengal vs Paro FC

এএফসি চ্যালেঞ্জ লিগে ইস্টবেঙ্গল ম্যাচের লাইভ স্ট্রিমি করবে ভূটান ব্রডকাস্টিং সার্ভিসের ইউটিউব চ্যানেল। ফলে এই খেলা দেখতে হবে ইউটিউবে। তবে ভারত থেকে কোনও টেলিভিশন চ্যানেলে বা অনলাইনে ম্যাচের লাইভ স্ট্রিম হবে না। 





Read More