Kolkata Metro Rail: গঙ্গার নীচের মেট্রো পরিষেবার উদ্বোধন হবে বুধবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই উদ্বোধন হবে এই নতুন রুটের। কেমন তৈরি হল সেই সুড়ঙ্গ? এসপ্লানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো লাইন দেখে নিন একনজরে...
হাওড়া ময়দান-এসপ্ল্যানেড মেট্রো রুট উদ্বোধন হবে বুধবার। ৬ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো রুট। লোকসভা ভোটের আগে তিনটি নতুন রুটে মেট্রো পেতে পারেন কলকাতাবাসী।
হাওড়া স্টেশন ভারতের গভীরতম মেট্রো স্টেশন। যা ১১৪ ফুট মাটির তলায় অবস্থিত। যাতে হাওড়া থেকে ধর্মতলা ৮ মিনিটে এবং হাওড়া থেকে শিয়ালদহ ১১ মিনিটে পৌঁছে যাওয়া যাবে।
এমনকী একই টিকিটে উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিম মেট্রো ব্যবহার করতে পারবেন যাত্রীরা তাও আবার একই স্মার্ট কার্ড ব্যবহার করে।হাওড়া থেকে হাওড়া ময়দান-৫ টাকা৷ হাওড়া থেকে মহাকরণ, এসপ্ল্যানেড-১০ টাকায় পৌঁছে যাওয়া যাবে।
৬ মার্চ বারাসতের সভা থেকে ৩ টি মেট্রো রুটে পরিষেবার সূচনা করতে পারেন মোদী।
হাওড়া থেকে সেন্ট্রাল, চাঁদনি চক, পার্কস্ট্রিট এবং ময়দান- ১৫ টাকা৷ গ্রিন লাইনের এই মেট্রো রুটে জলের ৩২ মিটার নীচ দিয়ে গন্তব্যে পৌঁছোবেন যাত্রীরা। দ্বিতীয় যে রুটের সূচনা প্রধানমন্ত্রী করতে পারেন, সেটি হল-তারাতলা থেকে মাঝেরহাট।
হাওড়া থেকে শোভাবাজার-সুতানটি, গিরিশ পার্ক এবং মহাত্মা গান্ধী রোডের ভাড়া -২০ টাকা৷ হাওড়া থেকে রবীন্দ্র সদন, নেতাজি ভবন এবং যতীন দাস পার্ক- ২০ টাকা। হাওড়া থেকে দমদম, বেলগাছিয়া এবং শ্যামবাজার- ২৫ টাকা৷