PHOTOS

Kolkata Metro: কল্পবিজ্ঞান নয়, বাস্তব! চালক ছাড়াই এবার গঙ্গার নীচ দিয়ে ছুটবে মেট্রো...

East-West Metro: ক্যায়া বাত কলকাতা! ৪ অগাস্ট ট্রায়াল রান সফল হলে এটাই হবে ভারতের প্রথম জলের নিচে চালকবিহীন মেট্রো পরিষেবা। ভাবা যায়...

Advertisement
1/8
কলকাতা মেট্রোয় নয়া পালক!
কলকাতা মেট্রোয় নয়া পালক!

অয়ন ঘোষাল: মেট্রো ছুটবে ঝড়ের গতিতে। কিন্তু থাকবে না চালক স্বয়ং! সম্ভবত এমনই বিস্ময়কর সফরের অভিজ্ঞতা হতে চলেছে হাওড়া ময়দান এসপ্ল্যানেড রুটের যাত্রীদের।

2/8
কলকাতা মেট্রোয় নয়া পালক!
কলকাতা মেট্রোয় নয়া পালক!

ইতিমধ্যেই ট্রায়াল রান শুরু হয়েছে। পাশ করলে খুব শিগগিরিই কলকাতা মেট্রোর মুকুটে জুড়তে চলেছে নয়া পালক। 

3/8
কলকাতা মেট্রোয় নয়া পালক!
কলকাতা মেট্রোয় নয়া পালক!

মেট্রো সূত্রে জানান হয়েছে, আপাতত টানা ট্রায়াল রান হবে। প্রতি রাতে ইস্ট-ওয়েস্ট রুটে যাত্রী পরিষেবা শেষ হওয়ার পর চালক ছাড়াই ট্রেন ছুটবে ওই দুই প্রান্তিক স্টেশনের মধ্যে। 

4/8
কলকাতা মেট্রোয় নয়া পালক!
কলকাতা মেট্রোয় নয়া পালক!

এই অটোমেটেড ট্রেন অপারেশনের মহড়া চলবে আগামী প্রায় দুই সপ্তাহ পর্যন্ত। তবে কবে থেকে এই পরিষেবা মিলবে সেই বিষয়ে নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানায়নি কলকাতা মেট্রো। 

 

5/8
কলকাতা মেট্রোয় নয়া পালক!
কলকাতা মেট্রোয় নয়া পালক!

জানা যাচ্ছে, এই অটোমেটেড ট্রেন অপারেশন একটি অতি আধুনিক পদ্ধতি। যার মাধ্যমে মেট্রোর গতি থেকে শুরু করে, রেলের দরজা বন্ধ বা খোলা, এমনকি নির্দিষ্ট স্টেশনে দাঁড়ানো নিয়ন্ত্রিত হবে কম্পিউটারের মাধ্যমে। বর্তমানে এই সব কাজগুলি চালকই করে থাকেন। 

6/8
কলকাতা মেট্রোয় নয়া পালক!
কলকাতা মেট্রোয় নয়া পালক!

প্রসঙ্গত, ২০২০ সালে প্রথম এই অত্যাধুনিক পরিষেবা চালু করেছিল দিল্লি মেট্রো এবং যা ছিল ভারতের মধ্যে প্রথম।  এবার ২০২৫ সালে কলকাতা মেট্রোয় এই প্রথম চালু হতে চলেছে এই অটোমেটেড ট্রেন অপারেশন ব্যবস্থা। 

7/8
কলকাতা মেট্রোয় নয়া পালক!
কলকাতা মেট্রোয় নয়া পালক!

যদি আগামী ৪ অগাস্ট ওই ট্রায়াল রান সফল হয় তাহলে এটাই হবে ভারতের প্রথম জলের নিচে চালকবিহীন মেট্রো পরিষেবা।

8/8
কলকাতা মেট্রোয় নয়া পালক!
কলকাতা মেট্রোয় নয়া পালক!

একবার ট্রায়াল রানে সফলতা মিললেই আগামী কয়েক মাসের মধ্যেই এক নতুন অভিজ্ঞতার সঙ্গে পরিচয় হবে শহরবাসীর। রবিবার এই কারণেই হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রো সম্পূর্ণ বন্ধ ছিল। 





Read More