PHOTOS

Eid 2025 in India: কখন দেখা যাবে ঈদের বাঁকা চাঁদ? ভারতে কবে পালিত হবে ঈদ? জেনে নিন ঈদ উদযাপনের খুঁটিনাটি...

Moon Sighting For Eid 2025 in India: আরব ও ইসলামবিশ্বে শাওয়াল মাসের চাঁদ দেখতে পাওয়ার কোনো সম্ভাবনা নেই-- এমনই আগে জানিয়েছিল একটি জ্যোতির্বিদ্যার সংস্থা। তবে এখন বিষয়টি ক্রমশ পরিষ্কার হচ্ছে।

Advertisement
1/6
শাওয়াল মাসের প্রথম দিনে
শাওয়াল মাসের প্রথম দিনে

শাওয়াল মাসের প্রথম দিনে ঈদ-উল-ফিতর পালিত হয়। শাওয়াল মাস হল ইসলামের চান্দ্র ক্যালেন্ডারের দশম মাস। তবে, ঠিক কবে ঈদ হবে, এটা ঠিক করা হয় চাঁদ দেখে। 

2/6
ঈদের চাঁদ
ঈদের চাঁদ

এই ঈদের চাঁদ দেখার বিষয়টি ইসলামে খুবই মধুর একটি অভ্যাস ও ঐতিহ্য। এই চাঁদ দেখার জন্য মুসলিমরা সকলেই আকাশের দিকে চোখ রাখেন। কখনও বাইনাকুলার, কখনও টেলিস্কোপ ব্যবহারও করার বিধি চলে আসছে। এখন তো নতুন বাঁকা চাঁদ দেখার কাজে এআই-পাওয়ার্ড ড্রোনও ব্যবহার করা হচ্ছে! 

3/6
দিকে-দিকে সুখবর
দিকে-দিকে সুখবর

একবার দেখা গেলেই সেই সুখবর দিকে দিকে প্রচারিত হয়ে যায়।  কখনও মসজিদের মারফত, কখনও কোনও ধর্মীয় সংগঠনের মারফত, কখনও আবার গণমাধ্যমের মারফত।

4/6
অস্ট্রেলিয়াই প্রথম
অস্ট্রেলিয়াই প্রথম

প্রসঙ্গত, এবার বিশ্বে প্রথম ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া। ঈদ-উল-ফিতর কবে পালিত হবে, সেটাও সর্বপ্রথম ঘোষণা করে অস্ট্রেলিয়াই। গতকাল, শনিবার (২৯ মার্চ) অস্ট্রেলিয়ান ফতওয়া কাউন্সিল ঈদের তারিখ ঘোষণা করেছে বলে জানিয়েছিল একটি সংবাদসংস্থা। জানা গিয়েছিল, সোমবার (৩১ মার্চ) অস্ট্রেলিয়ায় ঈদ উদযাপিত হবে।

5/6
বাংলাদেশে, আরবে, পাকিস্তানে
বাংলাদেশে, আরবে, পাকিস্তানে

প্রসঙ্গত, গতকাল ২৯ মার্চ চাঁদ উদিত হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু সেটি খালি চোখে দেখা যাওয়ার কথা ছিল না। তা ছাড়া গতকাল সূর্যগ্রহণও ছিল। আজ, ৩০ মার্চ সন্ধ্যায় খালি চোখে চাঁদ দেখা যাবে বলে ধারণা বিশেষজ্ঞদের। এর অর্থ, ৩১ মার্চ ঈদ। বাংলাদেশ, সৌদি আরব, পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশেই ঈদ ওইদিনেই উদযাপিত হবে। 

6/6
আরবে ঈদ
আরবে ঈদ

আরবের ক্ষেত্রে আগের পর্যবেক্ষণটি ছিল এরকম: যদি ২৯ মার্চ চাঁদ দেখা যায়, তাহলে ৩০ মার্চ ঈদ উদযাপিত হবে। এবং অন্যান্য দেশ পালন করবে এর পরদিন-- ৩১ মার্চ। সেটাই বহাল থাকল। আরবে আজই ঈদ পালিত হচ্ছে। 





Read More