PHOTOS

Eiffel Tower Fire: ছবি ও কবিতার দেশে মহা বিপর্যয়! ক্রিসমাস ইভে বীভৎস আগুন আইফেল টাওয়ারে, ১২০০ ট্যুরিস্ট...

Eiffel Tower Fire: আর কিছুদিন পরেই নিউ ইয়ার। বর্ষবরণের ছন্দে নৃত্যরত বিশ্ব। আর এহেন আবহে বিশ্বের অন্যতম সেরা ট্যুরিস্ট স্পট প্যারিসের আইফেল টাওয়ারে আগুন?

Advertisement
1/6
আগুন
আগুন

আজ, ২৪ ডিসেম্বরের সন্ধ্যায় আইফেল টাওয়ারে লাগল এক বড় ধরনের আগুন। 

2/6
১২০০ ট্যুরিস্ট
১২০০ ট্যুরিস্ট

সঙ্গে সঙ্গে আইফেল টাওয়ার চত্বর থেকে ১২০০ ট্যুরিস্টকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয়!

3/6
কেবল থেকে আগুন
কেবল থেকে আগুন

কী ঘটেছিল? ফায়ারফাইটারের মারফত জানা গিয়েছে, কোনও একটা কেবল থেকেই আগুন ছড়িয়েছে। কেবলটা গরম হয়ে গিয়েছিল। কেবলটি ছিল একটি ইলিভেটরের। আর আগুনটি প্রথ দেখা গিয়েছিল প্রথম ও দ্বিতীয় তলের মাঝামাঝি জায়গায়।

4/6
২৫ হাজার মানুষ
২৫ হাজার মানুষ

আইফেল টাওয়ারে এই সময় প্রতিদিন অন্তত পক্ষে ২৫ হাজার মানুষ আসেন। 

5/6
হতাহত নেই
হতাহত নেই

এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই।

6/6
১৯৫৬ সালে
১৯৫৬ সালে

এর আগে আইফেল টাওয়ারে খুব বড় ধরনের আগুন লেগেছিল ১৯৫৬ সালে। সেবার টাওয়ারের টেলিভিশন ট্রান্সমিশন রুমে আগুন ধরে গিয়েছিল। বড় ধরনের ক্ষতি হয়েছিল।

 





Read More