Elon Musk: একসময়ের ডেমোক্র্যাট এলন মাস্ক এই নির্বাচনে রিপাবলিকানদের হয়েই প্রচার করেছেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ট্রাম্পের প্রশাসনে এবার মন্ত্রী এলন মাস্ক। গুরুত্বপূর্ণ পদ পেলেন বিবেক রামাস্বামীও।
বিবৃতি জারি করে ট্রাম্প জানিয়েছেন, তাঁর প্রশাসনে 'ডিপাটমেন্ট অফ গভর্নমেন্ট এফিশিয়েন্সি'র প্রধান হবেন মাস্ক।
সেই দফতরেই মাস্কের সঙ্গে কাজ করবেন বিবেক রামাস্বামী। একসময়ের ডেমোক্র্যাট এলন মাস্ক এই নির্বাচনে রিপাবলিকানদের হয়েই প্রচার করেছেন।
এমনকি ট্রাম্পের জেতার জন্যে বিশ্বের ধনীতম ব্যক্তি জলের মতো টাকাও ঢেলেছেন বলে খবর। মাস্ককে ট্রাম্পের বাড়িতে ঘুমাতেও দেখা যায়।
ট্রাম্প প্রশাসনের 'ডিপাটমেন্ট অফ গভর্নমেন্ট এফিশিয়েন্সি'র কাজ হবে আমলাতন্ত্রের অবসান ঘটানো, বিধিনিয়মের নাগপাশ কাটানো, অযথা খরচ কমানো এবং যুক্তরাষ্ট্রীয় সংস্থাগুলির পুনর্নিমাণ করা।