Pahalgam terror attack: পহেলগাঁওয়ে হত্যালীলার পর পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ ভারতের। হরিয়ানায় আইসক্রিম বিক্রি করছেন পাকিস্তানের এই প্রাক্তন সাংসদ। পরিবারের ৩৪ সদস্যের সাথে কি তাকেও দেশ থেকে বের করে দেওয়া হবে?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিদের হত্যালীলায় কমপক্ষে ২৬ জনের মৃত্যু। রাগে ফুঁসছে গোটা দেশ। একটাই কথা 'বদলা চাই'। নৃশংস ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে নানা দিক থেকে কড়া অ্যাকশনে ভারতীয় সরকার।
হামলার পর ভারত সরকার ভিসা নিয়ে ভারতে বসবাসকারী পাকিস্তানি নাগরিকদের পাকিস্তানে ফিরে যাওয়ার নির্দেশ দেয়। যার ফলে দেশত্যাগের ঝড় ওঠে। ২৪ এপ্রিল থেকে শুরু করে চার দিনের মধ্যে মোট ৫৩৭ পাকিস্তানি নাগরিক আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে ভারত ত্যাগ করেছেন।
তাদের মধ্যে পাকিস্তানের প্রাক্তন সংসদ সদস্য দাবায়া রামের পরিবারও ছিল, যিনি এখন হরিয়ানার ফতেহাবাদ জেলায় থাকেন। সরকারি নির্দেশের পর স্থানীয় পুলিস দাবায়া রামের পরিবারকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে। তবে পরে তাদের ফতেহাবাদ জেলার রাতিয়া তহসিলের রতনগড় গ্রামে তাদের বাড়িতে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়। প্রাক্তন সংসদ সদস্য দাবায়া রামের পরিবারের ৬জন ভারতীয় নাগরিকত্ব পেয়েছিলেন। বাকি ২৮ জন ভারতে স্থায়ী বসবাসের জন্য দীর্ঘদিনের সংগ্রাম অব্যাহত রেখে আবেদন জমা দিয়েছেন।
দাবায়া রাম ভারত-পাকিস্তান ভাগের প্রায় দুই বছর আগে পঞ্জাবে জন্মগ্রহণ করেন। ১৯৪৭ সালের পর ধর্মীয় চাপের কারণে তাঁকে পাকিস্তানে থাকতে হয়। তিনি এবং তার পরিবার জোরপূর্বক ধর্মান্তরকরণের বিরোধিতা করেন এবং সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও প্রতিকূল হয়ে ওঠে। ১৯৮৮ সালে, রাম লোহিয়া এবং বাখার জেলা থেকে পাকিস্তানের জাতীয় পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সংসদ থাকাকালীন তাঁর ব্যক্তিগত জীবনে কষ্টদায়ক ছিল। ধর্মীয় উগ্রপন্থীরা দাবায়া রামের পরিবারে এক মহিলা আত্মীয়কে অপহরণ করে জোরপূর্বক বিয়ে দেয়। পাকিস্তানের সুপ্রিম কোর্টে ন্যায়বিচার চাইলে তার আবেদন খারিজ হয়ে যায়। হতাশ হয়ে এবং তাদের নিরাপত্তার ভয়ে, তার পরিবার ২০০০ সালে পাকিস্তান ছেড়ে যায়, প্রথমে এক মাসের ভিসায় রোহতকে এক আত্মীয়ের শেষকৃত্যে যোগদানের জন্য ভ্রমণ করে এবং অবশেষে রতনগড়ে স্থায়ী হয়।
ভারতে আসার পর তিনি সাইকেল রিকশা নিয়ে কুলফি, আইসক্রিম বিক্রি করে তার পরিবারের দায়িত্ব পালন করতেন। এবং সাত ছেলেমেয়ে তাদের সম্প্রদায়ের মধ্যে বিয়ে করে। রাজনৈতিক দল এবং সম্প্রদায়ের নেতাদের সহায়তায়, দাবায়া রাম ভারতীয় নাগরিকত্ব লাভ করেন। এখন ভারতে যে নিরাপত্তার মধ্যে তার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।