PHOTOS

Fake Medicine: মুঠো মুঠো ওষুধ খাচ্ছেন! সাবধান, নামী কোম্পানির নামে বাজারে বিকোচ্ছে জাল মেডিসিন...

Howrah: নামী সংস্থার মোড়কে নিম্ম মানের ওষুধ সরবরাহ। আমতায় ড্রাগ ডিস্ট্রিবিউটরের খোঁজ ড্রাগ কন্ট্রোলের। ইতিমধ্যেই গ্রেফতার সংস্থার মালিক বাবলু মান্না।

Advertisement
1/6

অয়ন শর্মা: বাজারে নামী কোম্পানির নামে জাল ওষুধ! শুনেই আঁতকে উঠলেন? হাওড়ার আমতার জাল ওষুধ চক্রের পর্দাফাঁস।

2/6

রাজ্যের ড্রাগ কন্ট্রোল সূত্রে খবর,ওই ওষুধ সংস্থার মালিক বাবলু মান্না বিহারের পাটনা থেকে জাল ওষুধ এনে রাজ্যের বিভিন্ন প্রান্তে সরবরাহ করতেন। হাওড়ার আমতাতে মান্না এজেন্সি নামে ওই ওষুধ সংস্থার গোডাউনে নামী ওষুধ কোম্পানির ব্লাড প্রেসারের ওষুধ এর কিউ আর কোড জাল করে।

3/6

মূলত সাপ্লাই করা হত উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি-সহ বিভিন্ন জায়গায়।

4/6

রাজ্যের ড্রাগ কন্ট্রোল এর ইন্সপেক্টররা তদন্তে নেমে দেখেন। এই চার জেলায় একই কিউ আর কোডে একই ব্যাচের ব্লাড প্রেসার ওষুধ পৌঁছে গিয়েছে। 

5/6

কিছু জায়গায় কিউ আর কোড কাজই করছে না ব্লক হয়ে গিয়েছে। এরপরই সেই নমুনা সংগ্রহ করে ড্রাগ টেস্টিং ল্যাবে টেস্টের পর দেখেন, শুধুই নামী সংস্থার মোড়কে নিম্ন মানের ব্লাড প্রেসার ওষুধ।

6/6

 আর কিউ আর কোড জাল করে ছড়িয়ে দেওয়া হয়েছে। এরপরই গতবছর ডিসেম্বর মাস থেকে তদন্তে নামে রাজ্য ড্রাগ কন্ট্রোল। তারপরই হাওড়ার আমতার মান্না এজেন্সির খবর পান রাজ্যের ড্রাগ ইন্সপেক্টররা।





Read More