Dr. D N Guha Majumdar: প্রখ্যাত চিকিৎসক ডঃ দেবেন্দ্রনাথ গুহ মজুমদারের মৃত্যুতে শোকস্তব্ধ চিকিৎসক মহল। তিনি দীর্ঘ ২৫ বছর ধরে আর্সেনিক বিষক্রিয়া নিয়ে গবেষণা করেছেন...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শোকের ছায়া নেমে এসেছে চিকিৎসক সমাজে। ৯২ বছর বয়সে দেহত্যাগ করলেন বিখ্যাত গ্যাস্ট্রোলজিস্ট ডঃ দেবেন্দ্রনাথ গুহ মজুমদার। তিনি সল্টলেকের বাড়িতেই দেহত্যাগ করলেন। চিকিৎসায় তাঁর অবদান অপরিসীম।
তিনিই প্রথম এসএসকেএম হাসপাতালে আইপিজিএমইআর এবং গ্যাস্ট্রোলজিস্ট চিকিৎসা বিভাগ শুরু করেন।
তিনি আরজিকর মেডিকাল কলেজ থেকে এমবিবিএস করেন। এরপর মেডিকেল কলেজ থেকে মেডিসিন নিয়ে এমডি করেন তিনি।
তিনি ডিএনজিএম রিসার্চ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন।
তিনি দীর্ঘ ২৫ বছর ধরে আর্সেনিক বিষক্রিয়া নিয়ে গবেষণা করেছেন।
তিনি WHO এর জন্য কলেরা এবং আর্সেনিকের চিকিৎসার প্রোটোকল করেছেন। বর্তমানে এটাই অনুসরণ করছে সারা বিশ্ব।
তিনি গ্যাস্ট্রোএন্টেরোলজির ক্ষেত্রে একজন অত্যন্ত প্রখ্যাত সিনিয়র কনসালট্যান্ট।