Met Gala 2024: কলকাতার ছেলে সব্যসাচী মুখোপাধ্যায়, যিনি বলিউড সহ সারা বিশ্বে সমীহ আদায় করে নিয়েছেন তাঁর সুন্দর নিখুঁত ডিজাইনারের জন্য। এবার নয়া ইতিহাস গড়লেন এই জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার। তিনিই প্রথম ভারতীয় ডিজাইনার যিনি হাঁটলেন মেটগালায়।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফ্যাশন ডিজাইনার হিসাবে এবার ইতিহাস গড়লেন কলকাতার বাঙালি ছেলে সব্যসাচী মুখোপাধ্যায়। তিনিই প্রথম ভারতীয় ডিজাইনার, যিনি হাঁটলেন মেট গালায়।
মঙ্গলবার এই ঐতিহ্য সমৃদ্ধ মেট গালায় তাঁর পরনে ছিল এমব্রয়ডারিড কটন ডাস্টার কোট, যা সব্য়সাচী রিসর্ট ২০২৪-এর কালেকশন।
তার সঙ্গেই তিনি পরেছিলেন পান্না, মুক্ত ও হীরের গয়না, যা সব্যসাচী হাই জুয়েলারির বিশেষ কালেকশন।
শুধু মেট গালায় নয়, নিউ ইয়র্কের রাস্তায় ফটোশ্যুটও করেন সব্যসাচী। সোশ্যাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছা জানান একাধিক তারকারা।
এদিন সব্যসাচীর পোশাকেই মেট গালায় নজর কাড়েন আলিয়া ভাট।
১৬৩ জন কারিগর, ১৯৬৫ ঘণ্টায় তৈরি হয়েছে সব্যসাচীর ডিজাইন করা সেই শাড়ি।