PHOTOS

DA Protest: আমরণ অনশন ১৬৫ ঘণ্টা পার! ডিএ আদায়ে মরিয়া সংগ্রামী যৌথ মঞ্চ...

Kolkata: ডি এ আদায়ের প্রতিবাদের ৩৬৬ তম দিন। আমরণ অনশন এর ১৬৫ ঘণ্টা। আপাতত অনশনকারীর সংখ্যা ৩।

Advertisement
1/5
আমরণ অনশনের ১৬৫ ঘণ্টা পার
আমরণ অনশনের ১৬৫ ঘণ্টা পার

অয়ন ঘোষাল (ছবি- অয়ন ঘোষাল): ডি এ আদায়ের প্রতিবাদের ৩৬৬ তম দিন। আমরণ অনশন এর ১৬৫ ঘণ্টা।

2/5
আমরণ অনশনের ১৬৫ ঘণ্টা পার
আমরণ অনশনের ১৬৫ ঘণ্টা পার

ইতিমধ্যেই এক অনশনকারী অনিরুদ্ধ ভট্টাচার্য অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে চিকিৎসার পর চেতলার বাড়ি ফিরে গেছেন অনিরুদ্ধ ভট্টাচার্য। আপাতত অনশনকারীর সংখ্যা ৩। এরইমধ্যে সোমবার থেকে লাগাতার কর্মবিরতি।

3/5
আমরণ অনশনের ১৬৫ ঘণ্টা পার
আমরণ অনশনের ১৬৫ ঘণ্টা পার

তার পাশাপাশি নির্বাচন কমিশনকে ইতিমধ্যেই চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যেকোনও মূল্যে রাজ্যের সরকারি কর্মীরা ২০২৪ এর লোকসভার নির্বাচনে ভোট লুঠ রুখবেন।

4/5
আমরণ অনশনের ১৬৫ ঘণ্টা পার
আমরণ অনশনের ১৬৫ ঘণ্টা পার

তাঁদের যেনো কমিশনের তরফে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়। কিছু কিছু ক্ষেত্রে সরকারি পরিষেবা ইতিমধ্যেই বিঘ্নিত হতে শুরু করেছে বলে দাবি সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের। 

5/5
আমরণ অনশনের ১৬৫ ঘণ্টা পার
আমরণ অনশনের ১৬৫ ঘণ্টা পার

তবে তা নিয়ে রাজ্য প্রশাসনের আদৌ মাথা ঘামাচ্ছে কিনা, তিনি সে সম্পর্কে সন্দিহান।





Read More