Father kills Stepdaughter Dance on Her Body: কখনও লখনউ, কখনও মুজফফরনগর। রাগ, হিংস্রতা, পাপ, যৌনতা, খুন! একটা অপরাধ ডেকে আনছে অন্য অপরাধকে। সম্প্রতি মুজফ্ফরনগরে এবং লখনউয়ে যা ঘটল, তা অবিশ্বাস্য! এ কি চলছে দেশ জুড়ে?
মা রেখা রাজপুত বলছেন, বাবা বিকাশ চন্দ্র পাণ্ডে আগেই রান্না ঘরে শান দিয়ে রেখেছিলেন ছুরি!
পরে মেয়ে সিমরানকে নৃশংস ভাবে খুন বাবার, ওই ছুরি দিয়েই!
মেয়ের কী দোষ? সে একটি ছেলের সঙ্গে কথা বলেছিল। বাবা বারণ করায়, বাবার সঙ্গে এ নিয়ে তর্ক করেছিল। ব্যস! ভয়ংকর রেগে গেল সৎবাবা!
মা জানাচ্ছেন, পর পর ১৮টি কোপ! শুধু তাই নয়, মেয়ের রক্তাক্ত দেহের উপর নৃত্যও করে খুনী বাবা! বাবা, না, পিশাচ?
পোস্টমর্টেমের পরে বেরিয়ে আসে ডিটেইল। উন্মত্ত বাবা ঘাড়ে পেটে এমনকি মেয়ের যৌনাঙ্গও ফালা-ফালা করে দেয়!
লখনউয়ের বিজ্ঞানপুরী কলোনির ঘটনা। বাবা বিকাশকে গ্রেফতার করেছে পুলিস।
উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরেও ঘটেছে এক ভয়ংকর ঘটনা। বছরবত্রিশের স্ত্রীর অভিযোগ, স্বামী তাঁকে প্রায় বারাঙ্গনা বানিয়ে ফেলেছিল। স্বামী তাঁকে পরের পর অন্য পুরুষের সঙ্গে শুতে বাধ্য করেছে। শুধু তাই নয়, বর্বর সেই সব যৌনতার ভিডিয়োও তুলে রাখত। অনলাইনে সেসব বিক্রি করে পয়সা রোজগার করত। গত তিন বছর ধরে এরকম চলছে। একদিন সহ্য করতে না পেরে স্ত্রী শ্বাসরোধ করে খুনই করে ফেলল স্বামীকে। স্বামীর গলায় ওড়না পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে খুন করল সে। বর্বর স্বামীর নাম সলমান আহমেদ। বয়স ৩৫ বছর। গত ২০ জুন রাতে তার দেহ উত্তর প্রদেশের মুজফ্ফরনগর থেকে পাওয়া যায়। প্রথমে অবশ্য স্ত্রী স্বামীকে খুন করার কথা স্বীকার করেনি। বলেছিল, স্বামী আত্মহত্যা করেছে। পরে অবশ্য তদন্তে সবটা প্রকাশ পায়। স্ত্রী স্বীকার করে স্বামীর সফট ড্রিংকে প্রথেম সে ঘুমের ওষুধ মেশায়, পরে স্বামীকে শ্বাসরোধ করে খুন করে।