IT Engineer Father kills Son in a Deadliest Murder: মাসদুয়েকের মতো কাজ ছিল না। পেশায় ইঞ্জিনিয়ার। নিজের ছেলের গলার নলি কেটে তাকে শহর থেকে দূরে নির্জন জায়গায় ফেলে এল!
ঘটনাটি জানা গেল, যখন শিশুর মা পুণের চন্দননগর থানায় অভিযোগ দায়ের করেন। তিনি জানান, তাঁর সাড়ে তিন বছরের ছেলে এবং ছেলের বাবার কোনও খোঁজ নেই!
পরে সিসিটিভি ফুটেজও দেখা যায়। মাধব নামের ওই লোকটি এবং তার ছেলেকে দুপুর আড়াইটের সময়ে দেখা যায়। কিন্তু বিকেল পাঁচটার সময়ে তাকে একলা ফিরতে দেখা যায়। দেখা যায়, সে জামাকাপড় কিনে ফিরছে!
পুলিস মাধবের মোবাইল ট্র্যাক করে। তার মোবাইল লোকেশন ট্রেস করে। তারপর তাকে মদ্যপ অবস্থায় উদ্ধার করে পুণের ভদগাঁওশ্বরীর একটি লজ থেকে।
তার নেশা যখন কাটে, তখন পুলিসের কাছে সে, তার দোষ স্বীকার করে নেয়। সে পুলিসকে নিযেও যায় সেই জায়গায়, যেখানে সে তার ছেলের কাপড়েমোড়া দেহ ফেলে রেখে এসেছিল।
ডিসিপি হিম্মত যাধব জানান, মাধব আসলে বউকে সন্দেহ করছিল। সে মনে করেছিল তার চরিত্র ঠিক নেই। নিজের ছেলেকে সে আসলে অন্যের ছেলে বলে মনে করেছিল। তাই সে এমন নৃশংস হয়ে উঠেছিল।
পুলিস বাবাকে অ্যারেস্ট করেছে। অপরাধী বাবা এখন পুলিস হেফাজতে। নিজের ছেলেকে খুন করার অপরাধে অভিযুক্ত সে। ছেলের দেহ পোস্ট মর্টেমে পাঠানো হয়েছে।