PHOTOS

Texas Flood: জলের তোড়ে শ্মশান এলাকা! পড়ে আছে তার তোয়ালে, ব্রেসলেট...কিন্তু মেয়ে কই? কন্যাহারা বাবার চোখের জলে ভিজছে ফ্লাড ক্যাম্প...

Summer Camp Children Missing: ভয়ংকর বন্যায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শিশুদের ক্যাম্প। এখনও পর্যন্ত নিখোঁজ ২৭ শিশুকন্যা। তারই মধ্যে আছে এক আট বছরের শিশুও। আদরের মেয়েকে ক্যাম্পের ধ্বংসস্তূপের মধ্যে খুঁজে চলেছে অসহায় বাবা।

Advertisement
1/8
টেক্সাসে ভয়ংকর বিপর্যয়
টেক্সাসে ভয়ংকর বিপর্যয়

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'এই ঘরেই ছিল আমার মেয়ে, এখন সে কোথায়?' টেক্সাসে সামার ক্যাম্পে ভয়াবহ বিপর্যয়। ভারী বর্ষণের ফলে ভোররাতে হঠাৎই প্রবল ঢেউ আঘাত হানে ক্যাম্পে, যেখানে শতাধিক শিশু ঘুমোচ্ছিল। 

2/8
নিখোঁজ ২৭ শিশুকন্যা
নিখোঁজ ২৭ শিশুকন্যা

এখনও পর্যন্ত নিখোঁজ ২৭ শিশুকন্যা। তার মধ্যেই এক শিশুর বাবা হন্যে মেয়েকে খুঁজছেন।

3/8
নিখোঁজ আট বছরের শিশুকন্যা
নিখোঁজ আট বছরের শিশুকন্যা

৪০ বছর বয়সী মাইকেল শনিবার ক্যাম্পের ধ্বংসস্তূপের মধ্যে তাঁর ৮ বছর বয়সী মেয়েকে হন্যে হয়ে খোঁজাখুঁজি করেন। ক্যাম্পের একটি ঘরে গিয়ে খুঁজে পান তাঁর মেয়ের নাম খেলা একটি তোয়ালে, হাতের ব্রেসলেট এবং তাদের পরিবারের একটি ছবি।

4/8
অসহায় বাবা
অসহায় বাবা

মাইকেল বলেন, 'আমার মেয়ে এই ঘরেই ছিল।' এই কথা বলে কান্নায় ভেঙে পড়েন তিনি।

5/8
অসহায় বাবা
অসহায় বাবা

ভয়ংকর বন্যার খবর মাইকেল পান। সামার ক্যাম্প কর্তৃপক্ষের তরফে জানানো হল, তাঁর কন্যারও খোঁজ নেই। তারপরেই তিনি তড়িঘড়ি ছুটে আসেন সেখানে।

6/8
অসহায় বাবা আকূল কান্না
অসহায় বাবা আকূল কান্না

ওই ঘরের বেশ কিছু ছবিতে দেখা যায় বাচ্চাদের বাঙ্ক বেড। তাতে সব শিশুদের কম্বল, জিনিসপত্র, জামাকাপড়, ছবি, জলের বোতল ছড়ানো ছেটানো।

7/8
অসহায় বাবা আকূল কান্না
অসহায় বাবা আকূল কান্না

ধ্বংসস্তূপের মাঝে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাচ্চাদের ম্যাপল সিরাপ আর হট সসের বোতলও। যেন এখনও সেখানে কচিকাঁচাদের কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে।

8/8
ধ্বংসস্তূপ ক্যাম্প
ধ্বংসস্তূপ ক্যাম্প

শুক্রবার টেক্সাসে ভয়ংকর হড়পা বানে তছনছ হয়ে যায় এলাকা। বন্যা এতটাই শক্তিশালী হয়ে যায় যে, মাত্র ৪৫ মিনিটে নদীর জল প্রায় ২৬ ফুট বেড়ে যায়। আর সেই নদীর তীরেই ছিল শিশুদের ক্যাম্প। ক্যাম্প মিস্টিকের ডাইনিং হলের একটি সম্পূর্ণ দেয়াল বন্যার তোড়ে ভেঙে যায়।





Read More