Digha Jagannath Temple Features: ভক্ত থেকে সাধারণ মানুষের মধ্যে এখন একটাই প্রশ্ন-- কেমন হতে চলেছে দীঘার এই জগন্নাথ মন্দির? পুরীর মন্দিরের থেকে তা কতটা আলাদা? জেনে নিন, এই মন্দিরের নানা বৈশিষ্ট্য।
এই জগন্নাথধামের প্রবেশদ্বার চারটি। সিংহদ্বারে কালো রঙের ৩৪ ফুট লম্বা ১৮ মুখী অরুণ স্তম্ভ। উত্তরে হস্তিদ্বার, দক্ষিণে অশ্বদ্বার। সিংহ-দ্বার দিয়ে ঢুকলে দেখা যাবে জগন্নাথের বিগ্রহ।
মন্দিরে তিনটি দীপ স্তম্ভ। ভোগমণ্ডপের চারটি দরজা। ১৬টি স্তম্ভের উপর তৈরি নাটমন্দির। আর নাটমন্দিরের চারটি স্তম্ভের উপর দাঁড়িয়ে জগমোহন।
জগমোহনের পর গর্ভগৃহ বা মূল মন্দিরের সিংহাসনে নিমকাঠের তৈরি জগন্নাথদেব, বলভদ্রদেব ও সুভদ্রা দেবী।
ভোগমণ্ডপ ও নাটমন্দিরের মাঝে গরুড় স্তম্ভ। নাটমন্দিরের দেওয়ালে কালো পাথরের তৈরি দশাবতার।
জগন্নাথের ভোগরান্নার জন্য আলাদা ভোগশালা। জগন্নাথদেবের সেবায় থাকবে ৫৬ ভোগের আয়োজন। সুক্কা ও পাক্কা-- দুই ধরনের ভোগ অর্পণ করা হবে।
পুরীর খাজার বদলে এখানে থাকবে প্যাঁড়া আর গজার আয়োজন। যা মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন।