PHOTOS

Digha Jagannath Temple Pics: দেখুন দীঘার জগন্নাথধামের আশ্চর্য অপূর্ব সব ছবি! এই মন্দিরের নির্মাণকাজে রাজস্থানের ৮০০...

Digha Jagannath Temple Features: ভক্ত থেকে সাধারণ মানুষের মধ্যে এখন একটাই প্রশ্ন-- কেমন হতে চলেছে দীঘার এই জগন্নাথ মন্দির? পুরীর মন্দিরের থেকে তা কতটা আলাদা? জেনে নিন, এই মন্দিরের নানা বৈশিষ্ট্য।

Advertisement
1/6
প্রবেশ দ্বার
প্রবেশ দ্বার

এই জগন্নাথধামের প্রবেশদ্বার চারটি। সিংহদ্বারে কালো রঙের ৩৪ ফুট লম্বা ১৮ মুখী অরুণ স্তম্ভ। উত্তরে হস্তিদ্বার, দক্ষিণে অশ্বদ্বার। সিংহ-দ্বার দিয়ে ঢুকলে দেখা যাবে জগন্নাথের বিগ্রহ।

2/6
তিনটি দীপস্তম্ভ
তিনটি দীপস্তম্ভ

মন্দিরে তিনটি দীপ স্তম্ভ। ভোগমণ্ডপের চারটি দরজা। ১৬টি স্তম্ভের উপর তৈরি নাটমন্দির। আর নাটমন্দিরের চারটি স্তম্ভের উপর দাঁড়িয়ে জগমোহন।

3/6
নিমকাঠের বিগ্রহ
নিমকাঠের বিগ্রহ

জগমোহনের পর গর্ভগৃহ বা মূল মন্দিরের সিংহাসনে নিমকাঠের তৈরি জগন্নাথদেব, বলভদ্রদেব ও সুভদ্রা দেবী।

4/6
গরুড় স্তম্ভ
গরুড় স্তম্ভ

ভোগমণ্ডপ ও নাটমন্দিরের মাঝে গরুড় স্তম্ভ। নাটমন্দিরের দেওয়ালে কালো পাথরের তৈরি দশাবতার।

5/6
ভোগশালা
ভোগশালা

জগন্নাথের ভোগরান্নার জন্য আলাদা ভোগশালা। জগন্নাথদেবের সেবায় থাকবে ৫৬ ভোগের আয়োজন। সুক্কা ও পাক্কা-- দুই ধরনের ভোগ অর্পণ করা হবে।

6/6
প্যাঁড়া আর গজা
প্যাঁড়া আর গজা

পুরীর খাজার বদলে এখানে থাকবে প্যাঁড়া আর গজার আয়োজন। যা মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন।





Read More