PHOTOS

Fengal: ২৭ নভেম্বরের দিকে তাকিয়ে কাঁপছে গোটা উপকূল অঞ্চল! তবে তার আগে জেনে নিন, আগামীকাল কী ঘটবে...

Powerful Storm Cyclone Fengal: ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপ তৈরি করতে পারে এমনই কিছু কিছু আন্তর্জাতিক আবহাওয়া রিসার্চ মডেলের দাবি।

Advertisement
1/6
শক্তি বাড়িয়ে
শক্তি বাড়িয়ে

পরবর্তী সময়ে এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপও হতে পারে। 

2/6
ঘূর্ণিঝড়ে
ঘূর্ণিঝড়ে

আরো শক্তি বাড়িয়ে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এমন আশঙ্কার কথাও কোনো কোনো মডেল জানিয়েছে। 

3/6
'ফিনজাল'
'ফিনজাল'

ঘূর্ণিঝড় তৈরি হলে এর নামকরণ হবে 'ফিনজাল'। 

4/6
বাংলায় হবে?
বাংলায় হবে?

তবে বাংলা তো বটেই ভারতের কোনো উপকূলে এর কোনো প্রভাব পড়ার আশঙ্কা থাকছে না বলেই এখনও পর্যন্ত মনে করা হচ্ছে। 

5/6
শ্রীলঙ্কায়
শ্রীলঙ্কায়

এটি শ্রীলঙ্কায় ল্যান্ডফল করতে পারে বলে কোনো কোনো আবহাওয়া মডেল দাবি করছে। 

6/6
ল্যান্ডফল
ল্যান্ডফল

'ফিনজালে'র ল্যান্ডফল ২৭ নভেম্বর হতে পারে। তবে ঝড় দানা বাঁধতে থাকেল এটি তীব্র হয়ে উঠতে থাকবে ২২ ও ২৩ নভেম্বরের মধ্যে। 





Read More