PHOTOS

Lionel Messi, FIFA World Cup 2022: লুকা মদ্রিচের ক্রোয়েশিয়ার বিরুদ্ধে কোন পাঁচ রেকর্ড ভাঙার অপেক্ষায় 'এল এম টেন'? ছবিতে দেখুন

ক্রোয়েশিয়ার বাধা টপকে আর্জেন্টিনাকে ফাইনালে নিয়ে যাওয়ার পথে পাঁচটি অনন্য রেকর্ড গড়ার অপেক্ষায় আলবেসেলেস্তেদের অধিনায়ক। দেখে নিন পরিসংখ্যান। 

Advertisement
1/5
লিওনেল মেসি এবং লোথার ম্যাথিউস
লিওনেল মেসি এবং লোথার ম্যাথিউস

মেসি লুসেল স্টেডিয়ামে নামলেই ছুঁয়ে ফেলবেন লোথার ম্যাথিউসকে। জার্মানির হয়ে বিশ্বকাপ জয়ী কিংবদন্তি এখনও পর্যন্ত কাপ যুদ্ধে সর্বাধিক ২৫টি ম্যাচ খেলেছেন। সেখানে 'এল এম টেন'-এর ম্যাচ সংখ্যা এই মুহূর্তে ২৪। জার্মানির আর এক বিশ্বকাপ জয়ী মিরোস্লাভ ক্লোজে ২৪টি ম্যাচ খেলে এতদিন দুই নম্বরে ছিলেন। আর্জেন্টিনার অধিনায়ক মাঠে নামলেই পিছিয়ে যাবেন মিরোস্লাভ ক্লোজে। 

2/5
লিওনেল মেসি এবং গ্যাব্রিয়েল বাতিস্তুতা
লিওনেল মেসি এবং গ্যাব্রিয়েল বাতিস্তুতা

অবশ্য দ্বিতীয় রেকর্ড গড়তে হলে মেসিকে কসরত করতে হবে। এখনও পর্যন্ত পাঁচটি বিশ্বকাপ খেলে ১০টি গোল করে ফেলেছেন আলবেসেলেস্তেদের হার্টথ্রব। এরমধ্যে চলতি কাতার বিশ্বকাপেই তাঁর পা থেকে এসেছে চারটি গোল। এছাড়া ২০০৬, ২০১৪, ২০১৮ সালে গোল পেয়েছেন মেসি। শুধু ২০১০ সালে তাঁর কাছ থেকে গোল অধরা ছিল। এবার ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বদলার ম্যাচে মেসি গোল করলেই তিনি ছাপিয়ে যাবেন গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে। সে ক্ষেত্রে দেশের হয়ে বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন মেসি। আর্জন্টিনার এই দুই তারকা বিশ্বকাপে যৌথ ভাবে সর্বোচ্চ গোলদাতা। 

3/5
লিওনেল মেসি এবং রাফা মার্কুয়েজ
লিওনেল মেসি এবং রাফা মার্কুয়েজ

পাঁচটি বিশ্বকাপ খেলা মাত্র ছয় ফুটবলারের মধ্যে মেসি অন্যতম। তিনি যৌথ ভাবে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ম্যাচ খেলে ফেলেছেন। মেসির এবং মেক্সিকো রাফা মার্কুয়েজ কাপ যুদ্ধের ১৮টি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন। সেই নজিরও ছাপিয়ে যাওয়ার সুযোগ রয়েছে মেসির সামনে। এই সেমি ফাইনালে সেই নজিরও ছাপিয়ে যাবেন তিনি। 

4/5
লিওনেল মেসি এবং পাওলো মালদিনি
লিওনেল মেসি এবং পাওলো মালদিনি

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনার ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে, ইতালির পাওলো মালদিনির বিশ্ব রেকর্ড ভেঙে দেবেন মেসি। বিশ্বকাপের মঞ্চে মেসির এখনও পর্যন্ত ম্যাচ টাইম মোট ২,১০৪ মিনিট। কিংবদন্তি ডিফেন্ডার মালদিনি বিশ্বকাপে সবচেয়ে বেশি ২,২১৭ মিনিট মাঠে থাকার রেকর্ড গড়ে শীর্ষে আছেন। সেই রেকর্ডে নাম লেখাতে হলে মেসিকে আরও ১১৩ মিনিট মাঠে থাকতে হবে। 

5/5
লিওনেল মেসি ও মিরোস্লাভ ক্লোজে
লিওনেল মেসি ও মিরোস্লাভ ক্লোজে

বিশ্বকাপে আরও একটি অধরা কীর্তি ছাপিয়ে যাওয়ার সুযোগ রয়েছে মেসির সামনে। মিরোস্লাভ ক্লোজে জার্মানির হয়ে ১৭টি ম্যাচ জিতেছেন। এদিকে এখনও পর্যন্ত আর্জেন্টিনার হয়ে ১৫টি ম্যাচ জিতেছেন মেসি। ১৯৮৬ সালের দীর্ঘ ৩৬ বছর পর আর্জেন্টিনা বিশ্বজয়ী ক্লোজের রেকর্ড ছুঁয়ে ফেলবেন মেসি।

 





Read More