PHOTOS

Famous Director Death: শোকস্তব্ধ সিনেদুনিয়া! মাত্র ৪৭-এই আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত জনপ্রিয় পরিচালক...

Vikram Sugumaran Death: কলিউডে শোকের ছায়া। প্রয়াত জনপ্রিয় পরিচালক বিক্রম সুগুমারন। আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে পরিচালকের অকাল প্রয়াণ হয়।

Advertisement
1/7

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিনোদন জগতে শোকের ছায়া। কলিউডে জনপ্রিয় পরিচালকের আচমকা মৃত্যু সংবাদ শোকস্তব্ধ নেটপাড়া। সোমবার পরিচালক বিক্রম সুগুমারন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৪৭ বছর।

2/7

জানা গিয়েছে, পরিচালক মাদুরাই থেকে চেন্নাইয়ে বাসে করে ফিরছিলেন। আচমকা বাসেই পরিচালক বুকে তীব্র ব্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে বিক্রমকে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

3/7

চিকিত্‍সকরা শত চেষ্টা করলেও বৃথা হয়। বাঁচানো যায়নি পরিচালককে।

4/7

বিক্রম ১৯৯৯-২০০০ সালে পরিচালক বালু মহেন্দ্রের একজন সহকারী হিসাবে কাজ শুরু করেন। পরে তিনি 'মাধা ইয়ানাই কুটম' গ্রামীণ ড্রামা পরিচালনা করে লাইমলাইটে আসেন।

5/7

বিক্রমের শেষ পরিচালনা ছিল  'রাবণ কোট্টম', যেখানে প্রধান ভূমিকায় দেখা গিয়েছিল শান্তনু ভাগ্যরাজ।

6/7

সম্প্রতি এক সাক্ষাত্‍কারে পরিচালক জানিয়েছিলেন, তিনি ইন্ডাস্ট্রির কিছু ব্যক্তির কাছ থেকে বিশ্বাসঘাতকতার মুখোমুখি হয়েছেন।

7/7

পরিচালকের আকস্মিক মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোকের ছায়া। ফ্যান এবং তামিল চলচ্চিত্র জগতের সদস্যরা তাদের শোক ও দুঃখ প্রকাশ করেছেন।





Read More