Vikram Sugumaran Death: কলিউডে শোকের ছায়া। প্রয়াত জনপ্রিয় পরিচালক বিক্রম সুগুমারন। আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে পরিচালকের অকাল প্রয়াণ হয়।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিনোদন জগতে শোকের ছায়া। কলিউডে জনপ্রিয় পরিচালকের আচমকা মৃত্যু সংবাদ শোকস্তব্ধ নেটপাড়া। সোমবার পরিচালক বিক্রম সুগুমারন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৪৭ বছর।
জানা গিয়েছে, পরিচালক মাদুরাই থেকে চেন্নাইয়ে বাসে করে ফিরছিলেন। আচমকা বাসেই পরিচালক বুকে তীব্র ব্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে বিক্রমকে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চিকিত্সকরা শত চেষ্টা করলেও বৃথা হয়। বাঁচানো যায়নি পরিচালককে।
বিক্রম ১৯৯৯-২০০০ সালে পরিচালক বালু মহেন্দ্রের একজন সহকারী হিসাবে কাজ শুরু করেন। পরে তিনি 'মাধা ইয়ানাই কুটম' গ্রামীণ ড্রামা পরিচালনা করে লাইমলাইটে আসেন।
বিক্রমের শেষ পরিচালনা ছিল 'রাবণ কোট্টম', যেখানে প্রধান ভূমিকায় দেখা গিয়েছিল শান্তনু ভাগ্যরাজ।
সম্প্রতি এক সাক্ষাত্কারে পরিচালক জানিয়েছিলেন, তিনি ইন্ডাস্ট্রির কিছু ব্যক্তির কাছ থেকে বিশ্বাসঘাতকতার মুখোমুখি হয়েছেন।
পরিচালকের আকস্মিক মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোকের ছায়া। ফ্যান এবং তামিল চলচ্চিত্র জগতের সদস্যরা তাদের শোক ও দুঃখ প্রকাশ করেছেন।