Tiger 3: সলমান খান এবং অরিজিৎ সিংয়ের সম্পর্কের মাঝে তৈরি হয়েছিল দেওয়াল। অবশেষে সেই দেওয়াল ভাঙল। অভিনেতা নিজেই ইনস্টাগ্রামে অরিজিতের গাওয়া তাঁর ছবিতে প্রথম গানের ফার্স্ট লুক শেয়ার করেছেন।
সলমান খান এবং অরিজিৎ সিংয়ের মধ্যে প্যাচআপ। কিছুদিন ধরে এই খবর শোনা যাচ্ছিল।
কিছুদিন আগে সলমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে অরিজিৎকে দেখা গিয়েছে। সেই এই খবর রটে পড়ে বি টাউনে। তবে এই রটনা যে সত্যি, তা অভিনেতা নিজেই জানিয়েছেন।
সলমান এবং অরিজিতের মধ্যে বিবাদ কয়েক বছর আগে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সময় হয়েছিল। অভিনেতা রেগে গিয়ে অরিজিৎকে তাঁর ছবির একটি গান থেকে সরিয়েও দেন।
অবশেষে বহু বছরের অবসান ঘটালেন সলমান-অরিজিৎ। সম্প্রতি মুক্তি পেতে চলেছে সলমানের টাইগার-৩। সেই ছবির একটি গান গেয়েছেন অরিজিৎ। গানটি শীঘ্রই মুক্তি পাবে, যার প্রথম ঝলক শেয়ার করেছেন অভিনেতা নিজেই।
সলমান খান ইনস্টাগ্রামে গানটির একটি ছবি শেয়ার করেন। ছবিতে সলমান এবং ক্যাটরিনাকে রসায়ন আরও একবার অনুরাগীদের সামনে এল।
গানটির টাইটেল হল 'লেকে প্রভু কা নাম'। ছবি শেয়ারের সঙ্গে অভিনেতা লেখেন, 'প্রথম গানের প্রথম ঝলক। ওহ হ্যাঁ এটি আমার জন্য অরিজিৎ সিংয়ের প্রথম গান।'
সলমান আরও জানান যে গানটি ২৩ অক্টোবর মুক্তি পাবে। আর ছবিটি মুক্তি পাবে ১২ নভেম্বর।