PHOTOS

LPG Subsidy: পেট্রোল-ডিজেলের পর রান্নার গ্যাসেও বড় ছাড়, ঘোষণা কেন্দ্রের

Advertisement
1/5

প্রায় রোজই বাড়ছিল পেট্রোল-জিজেলের দাম। দাম বাড়ায় রাশ টেনে পেট্রোলে ৮ টাকা ও ডিজেলের ৬ টাকা শুল্ক কমানোর কথা ঘোষণা করল কেন্দ্র। ফলে অনেকটাই স্বস্তি পেলেন আমজনতা। কিন্তু পেট্রোল-ডিজেলের পাশাপাশি আরও ৪টি গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী  নির্মলা সীতারামন।

2/5

সারে ভর্তুকি এবার ভর্তুকি দেওয়া হবে ১.১০ কোটি টাকা। এবার বাজেটে সারে ইতিমধ্যেই ১.০৫ লাখ কোটি টাকা ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র। তারপর অতিরিক্ত ১.১০ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে কেন্দ্র।

3/5

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় যারা রান্নার গ্যাস পান তাদের সিলিন্ডারপিছু ২০০ টাকা ভর্তুকি দেওয়া হবে। ওই ভর্তুকি মিলবে ১২টি সিলিন্ডার পর্যন্ত। এতে উপকৃত হবেন দেশের ৯ কোটি মানুষ।

4/5

প্লাস্টিক পণ্যের কাঁচামালের উপরে কমানো হচ্ছে শুল্ক। এতে ওইসব পণ্যের দাম কমবে।

5/5

স্টিলের কাঁচামালের উপরে যে আমদানী শুল্ক তাও কম করছে কেন্দ্র। কিছু স্টিল পণ্যের উপরে রফতানি শুল্কও কম করা হবে।





Read More