PM Modi Durgapur meeting fire: এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আগুন লাগার খবর ছড়াতেই উত্তেজনা।
মৌমিতা চক্রবর্তী: মোদীর সভাস্থলে অঘটন! সভাস্থলের ভিতরেই দেখা গেল আগুনের স্ফুলিঙ্গ, ধোঁয়া।
শর্ট-সার্কিট থেকেই আগুন লেগেছে বলে অনুমান। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
বৃষ্টির জল জমে আছে। সেখানেই দুটো তার একটির উপর আরেকটির উপর পড়ে গিয়ে ফ্ল্যাশ হয় বলে খবর।
সরকারি মঞ্চ ও রাজনৈতিক সভামঞ্চের মাঝে আগুন লাগে বলে জানা গিয়েছে।
প্রধানমন্ত্রীর সভা উপলক্ষে বহু মানুষের জমায়েত হয়েছে। ফলে আগুন লাগার খবর ছড়াতেই উত্তেজনা তৈরি হয়।
প্রধানমন্ত্রী মোদী তখনও সভাস্থলে পৌঁছাননি, তিনি আসার আগেই তাঁর সভাস্থলে আগুন লেগে চাঞ্চল্য ছড়ায়।