PHOTOS

Firhad Hakim On Conversion: ধর্ম নিয়ে উস্কানিমূলক মন্তব্য! ফিরহাদ হাকিমকে আইনি নোটিস....

ফিরহাদ হাকিমকে আইনি নোটিস। উস্কানিমূলক মন্তব্য করায় আইনি নোটিস কলকাতার মেয়র এবং পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমকে।

Advertisement
1/5
ফিরহাদকে আইনি নোটিস
ফিরহাদকে আইনি নোটিস

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  ফিরহাদ হাকিমকে আইনি নোটিস। ধর্ম নিয়ে উস্কানিমূলক মন্তব্য করায় আইনি নোটিস কলকাতার মেয়রকে।

 

 

2/5
ফিরহাদকে আইনি নোটিস
ফিরহাদকে আইনি নোটিস

নোটিস পাঠালেন মানিকতলার এক বাসিন্দা। ফিরহাদ হাকিমের বক্তব্য ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। তারপরেও উনি ক্ষমা চাননি।

3/5
ফিরহাদকে আইনি নোটিস
ফিরহাদকে আইনি নোটিস

ধর্ম নিয়ে উস্কানিমূলক মন্তব্য করায়, অন্য ধর্মের মানুষরা আঘাত প্রাপ্ত হয়েছেন বলে উল্লেখ চিঠিতে।  

4/5
ফিরহাদকে আইনি নোটিস
ফিরহাদকে আইনি নোটিস

চিঠি হাতে পাওয়ার পর "শোকজ" এর আবেদন। অন্যথা আইনি পথ অবলম্বন করা হবে। উল্লেখ চিঠিতে।

5/5
ফিরহাদকে আইনি নোটিস
ফিরহাদকে আইনি নোটিস

কুণালের মন্তব্য, 'ধর্ম নিরপেক্ষ ফিরহাদ হাকিম। এ নিয়ে কোনও সন্দেহ নেই, এখন কোথায় কোন সভায় তিনি কী বক্তব্য রেখেছেন তার কোনও অংশ বা কোনও একটি লাইন তুলে যদি বিজেপি হঠাৎ একটা রাজনীতি করার চেষ্টা করে তাহলে সেই রাজনীতিটা গ্রহনযোগ্য নয়'।





Read More