PHOTOS

Atal Bihari Vajpayee Biopic: অটল বিহারী বাজপেয়ীর বায়োপিক, ফার্স্ট লুকেই বাজিমাত পঙ্কজ ত্রিপাঠীর

Advertisement
1/5
পর্দার অটল
পর্দার অটল

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  বড়দিনে বড় খবর দিলেন পঙ্কজ ত্রিপাঠী। তিনিই হতে চলেছেন পর্দার অটল বিহারী বাজপেয়ী।

 

 

2/5
পর্দার অটল
পর্দার অটল

অটল বিহারী বাজপেয়ীর বায়োপিকে নাম ভূমিকায় দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠীকে।ছবির নাম ‘ম্যায় অটল হুঁ’।

 

3/5
পর্দার অটল
পর্দার অটল

রবিবার ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে আনলেন পঙ্কজ নিজেই। অটল বিহারী বাজপেয়ীর লুকে নজর কেড়েছেন পঙ্কজ ত্রিপাঠী।  

 

 

4/5
পর্দার অটল
পর্দার অটল

সোশ্যাল মিডিয়ায় অভিনেতা লেখেন, ‘আমি জানি যে 'অটল' জি'র ব্যক্তিত্ব পর্দায় ফুটিয়ে তোলার জন্য আমার ব্যক্তিত্বের সংযম নিয়ে কাজ করা প্রয়োজন। আমার দৃঢ় বিশ্বাস যে, আমি নয়া উদ্যম এবং মনোবলের ভিত্তিতে আমার নতুন ভূমিকার প্রতি সুবিচার করতে সক্ষম হব।

 

5/5
পর্দার অটল
পর্দার অটল

আগামী বছর ডিসেম্বরে মুক্তি পাবে ‘ম্যায় অটল হুঁ’।





Read More