PHOTOS

Teesta River Flood: তিস্তার জলে ভেসে যাচ্ছে সব! চেংমারীতে ঘরছাড়া ৫০-৬০টি পরিবার...

Displaced Families Teesta River: তিস্তা নদীর জলবৃদ্ধিতে চেংমারী গ্রাম পঞ্চায়েতে বেশ কিছু বাড়ি জলমগ্ন। জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের চেংমারী গ্রাম পঞ্চায়েতের পশ্চিম দোলাইগাও ও সাহেব বাড়ি গ্রামে তিস্তা নদীর জল...

Advertisement
1/6
তিস্তা নদী
তিস্তা নদী

অরূপ বসাক: তিস্তা নদীর জলবৃদ্ধিতে চেংমারী গ্রাম পঞ্চায়েতে বেশ কিছু বাড়ি জলমগ্ন। 

2/6
জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লক
জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লক

জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের চেংমারী গ্রাম পঞ্চায়েতের পশ্চিম দোলাইগাও ও সাহেব বাড়ি গ্রামে তিস্তা নদীর জল ঢুকে পড়ায় বহু বাড়ি জলমগ্ন হয়ে পড়েছে। 

3/6
ভারী বর্ষণ
ভারী বর্ষণ

পাহাড়ে, বিশেষত সিকিম অঞ্চলে ভারী বর্ষণের জেরে নদীর জলস্তর বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ায়, প্রায় ৫০ থেকে ৬০ টি বাড়ি জলমগ্ন হয়েছে। কিছু পরিবার  আশ্রয় নিয়েছে নদীর বাঁধের উপরে।

4/6
আতঙ্কে ঘুম উড়ছে
আতঙ্কে ঘুম উড়ছে

রাত হলেই আতঙ্কে ঘুম উড়ে যাচ্ছে সকলের। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিশুদ্ধ পানীয় জল ও শুকনো খাবারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্থানীয় মহিলারা জানিয়েছেন, গত বছরের মতো এবারও ব্লক প্রশাসন ত্রাণ কার্য শুরু করেছে।

5/6
জলমগ্ন
জলমগ্ন

এই জলমগ্ন পরিস্থিতিতে বাদাম ও ভুট্টা চাষের বিস্তীর্ণ কৃষিজমি জলের নিচে তলিয়ে গেছে, যার ফলে কৃষকদের বড়সড় ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। কিছু মানুষ তিস্তার বাধে আশ্রয় নিয়েছে। 

6/6
জলস্তর নামছে
জলস্তর নামছে

প্রশাসনের পক্ষ থেকে সব রকম সহযোগিতা করছে বলে স্থানিয়রা জানিয়েছে। তবে ভোর থেকে বৃষ্টি না হওয়ায় জলের স্তর অনেকটাই নেমেছে। 





Read More